
Six6s - Bangladesh
June 21, 2025 at 08:57 AM
দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার হাতছানি সাকিব আল হাসানের সামনে। 🏏
💥 ত্রয়োদশ আসরের জন্য বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স।
ℹ️ প্লেয়ার্স ড্রাফটে সাকিবকে দলে টানে তারা, যা সিপিএলের সবচেয়ে নবীন দল—জ্যামাইকা তালাওয়াহসের জায়গায় গত আসর দিয়ে যাত্রা শুরু করেছে দলটি।
⭐️ এবার ইমাদ ওয়াসিম, রাকিম কর্নওয়াল, জেডেন সিলসদের সঙ্গে খেলবেন সাকিব।
🏆 সিপিএলে এর আগে তিনি খেলেছেন বারবাডোজ, তালাওয়াহস ও গায়ানার হয়ে। সবশেষ ২০২২ সালে গায়ানার জার্সিতে মাঠে নামেন।
📊 ৩৬ ম্যাচে ৪৪৮ রান ও ৩৭ উইকেট নিয়েছেন সাকিব।
❤️Six6s ⚡️ এর অংশ হোন আজই 🔣সাইন আপ ( https://six6s.social/6s/wabdt )ও অ্যাপ ইনস্টল (https://six6s.cc/bd/bn/app-download) করুন!
