আল-ইসলাহ পাঠাগার
আল-ইসলাহ পাঠাগার
May 28, 2025 at 02:14 PM
*অনুভূতিলিপি — ৫ ✒️* পাঠপ্রতিক্রিয়া : সাইফুল ইসলাম রিয়াদ, _পাঠাগারের আলেম পাঠক।_ ❝ *‘মহীয়সী মা’।* এই প্রথম কোনো বই একটানা ছত্রিশ পৃষ্ঠা গত রাত্রে পড়েছি — আলহামদুলিল্লাহ! সকালেও কিছু পড়েছি। পরবর্তীতে ফ্যামিলির জন্য সংগ্রহ করবো। খুব উপকারী আযীমুশশান কিতাব! খুব ভালো লাগছিলো — মাশাআল্লাহ! পড়তে গিয়ে কেমন যেন অটোমেটিক মনোযোগ ও ধ্যান কাজ করছে। এতো বেশি উপকার হচ্ছিলো! বইটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার। আল্লাহ তাওফীক দান করুন! ( ৬২ পৃষ্ঠা পড়ার পর) দু‘আর প্রতি আরও বেশি তীব্রতা ও আকাঙ্খা অনুভূত হচ্ছিলো। উনার ( আলী মিয়াঁ নদভী রহ.) আম্মার দু‘আর প্রতি যে তীব্রতা, যে আকাঙখা, যে মায়া, যে দরদ, যে বেচায়নি — সেটা দিলে খুব তাছির করছে। এক প্রশান্তি অনুভব হচ্ছে, আলহামদুলিল্লাহ! ভেতর থেকে এক দীর্ঘশ্বাস! কেমন তাঁদের পরিবার! কতো সুন্দর তাঁদের জীবন! কতো বরকতময় তাঁদের জীবন! কতো আমলী তাঁদের জীবন! কতো আল্লাহর মুহাব্বতওয়ালা তাঁদের জীবন! যদি আমাদের পরিবারগুলো এরকমই হতো! কী শান্তি! কী প্রশান্তি! কী আল্লাহ-বিল্লাহ! আল্লাহ পাকের সঙ্গে কী সম্পর্ক -মুহাব্বত, দু‘আ-মুনাজাত ও দ্বীনী তালীম! আল্লাহ তায়ালা আমাদের পরিবারগুলোকেও এরকম করে দেন!❞
Image from আল-ইসলাহ পাঠাগার: *অনুভূতিলিপি — ৫ ✒️*  পাঠপ্রতিক্রিয়া :  সাইফুল ইসলাম রিয়াদ,   _পাঠাগার...
❤️ 2

Comments