
আল-ইসলাহ পাঠাগার
June 1, 2025 at 12:33 PM
হাকীমুল উম্মত থানবী রহ. ও শাইখুল ইসলাম মাদানী রহ. এর দুই অন্যতম সুযোগ্য উত্তরসূরি *মুহিউসসুন্নাহ শাহ আবরারুল হক রহ. ও শাইখুল ইসলাম শাহ আহমদ শফী রহ.* এর জীবনের চিত্র আঁকা দুটো গ্রন্থ। আমাদের দুই মহান আকাবিরের শেষ সময়ের দুই স্মৃতিধন্য শিষ্য যাঁদের ইন্তেকালও নিকট অতীতে সম্পন্ন হয়েছে। প্রায় পাঁচ বছর পূর্বে শাইখুল ইসলাম রহ. ও বিশ বছর পূর্বে মুহিউসসুন্নাহ রহ.। দু'জনের প্রয়াণে উম্মাহ শোকাহত হলেও তাঁদের চিন্তা ও চেতনার সৌরভে মোহিত হয় অনেকেই। তাঁদের জীবনীগ্রন্থ আল-ইসলাহ পাঠাগারে এসেছে এই মে মাসের শেষ সপ্তাহে। তাই রত্নদুটোর জীবনকথা পড়ুন পাঠাগারে! মোহিত হোন বইয়ের ঘ্রাণে, আলোকিত হোন জীবনের আলোয়!
*শুভাগমন* : শেষ সপ্তাহ — মে ২০২৫
