
আল-ইসলাহ পাঠাগার
June 8, 2025 at 06:20 AM
*পাঠাগার কথা : ১৪📚
❝পাঠ চিন্তা ও কর্মের মৌলিকতম সিঁড়ি। বিশ্বাস ও চেতনার প্রধানতম মাধ্যম। যার পরশ ছুঁয়ে উম্মাহ ছুটছে গন্তব্যের সীমান্তে। অস্তিত্বের প্রারম্ভেই যেই পাঠের সবক পড়ি আমাদের প্রধান গ্রন্থে। সেই সোনালী সোপানের পদপ্রান্তে দাঁড়িয়ে আল-ইসলাহ আজান হাঁকছে শাশ্বত সত্যের। এক অবিনাশী আদর্শের জয়গান গাইতে আল-ইসলাহ অবিরত সমৃদ্ধ হচ্ছে নিত্যনতুন বইসমগ্রে। তাই প্রস্তুতি ও প্রত্যাশা — পাঠাগার হোক আগামী বিজয়ের মুয়াজ্জিন!❞
[ ‘পড়ো তোমার প্রভুর নামে’ — ত্রয়োদশ পর্ব
হতে সংগৃহীত : ২২ মার্চ ২০২১ এ প্রকাশিত ]
আল-ইসলাহ পাঠাগার :
পাঠ | জ্ঞান | চিন্তা | শুদ্ধি |
