আল-ইসলাহ পাঠাগার
June 9, 2025 at 10:03 AM
*মাসিক ‘নেয়ামত’ মে-জুন ২০২৫ —* সংখ্যাটি এখন পাঠাগারে!
দেশের প্রাচীনতম ইসলামী সাময়িকী মাসিক ‘নেয়ামত’। শামসুল হক ফরীদপুরী রহ. এর বরকতময় হাতে প্রতিষ্ঠিত উক্ত সাময়িকী নিয়মিত বাংলাভাষী মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক প্রসঙ্গগুলোতে সঠিক দিকনির্দেশনা প্রদান করে আসছে। এর উদাহরণ বিশেষভাবে চলতি সংখ্যা। এতে আছে নারী অধিকার ও নারীর বিয়ে সংক্রান্ত দুটি রচনা । তেরো সালের ৫ মে এর যুগপূর্তি উপলক্ষে স্থান পেয়েছে তিনটি গুরুত্বপূর্ণ রচনা৷ এছাড়াও হাকীমুল উম্মত থানবী রহ. এর ইসলামী রাজনীতি বিষয়ক রচনা ধারাবাহিকভাবে চলমান আছে। সালাম, হজ্জ, কুরবানী ও মাসায়েল সংক্রান্ত লেখাগুলোও বেশ উপকারী। সবিশেষ মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আছে সাইয়িদ আবুল হাসান আলী নদভী রহ. এর পনের পৃষ্ঠার এক মূল্যবান বয়ান।
যাইহোক, আপনার সংখ্যাটি সংগ্রহ করুন যে কোনো বিবেচনাকে সামনে রেখে!