আল-ইসলাহ পাঠাগার
June 16, 2025 at 02:01 PM
*পাঠাগারকথা — ১ ✒️*
_[ অনলাইন প্রকাশ : ৪ জুন ২০২১ ]_
❝ স্ক্রিনের ঝাপসা আলোয় বুঁদ হয়ে থাকা প্রজন্মের ঘোর কাটাতে বইপাঠ হতে পারে কার্যকর কারিগর। যে পাঠের পরশ ছুঁয়ে রঙিন পর্দা সরিয়ে সেই কৃত্তিম আলোমগ্ন ‘আলোহীন প্রজন্ম’ই হয়ে ওঠে বইপাগল সোনালী সন্তানের দল। যারা সামাজিক যোগাযোগমাধ্যমের অসামাজিকতার আঁধার ছেড়ে বইয়ের কালো হরফে জীবনের আলো খোঁজে পায়। যুগ যুগ ধরে এ কালো কালির আলোই আলোকিত মানুষ গঠনে প্রয়োজনীয় রসদের যোগানদার। স্বীকারে সংকোচ নেই — বাজে চিন্তা ও গল্পের অনেক বই এসব কাজে শুধু পিছিয়ে নয়, একেবারে অক্ষম। সেই বাজারি বইয়ের ভীড় ঠেলে দরকারি বই যত্ন করে পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে বদ্ধপরিকর পাঠকপ্রিয় ‘আল-ইসলাহ পাঠাগার’| ❞
*[ “পড়ো তোমার প্রভুর নামে” — দশম পর্ব হতে চয়নকৃত | পর্বপ্রকাশ : ৪ আগস্ট ২০২০ ]*
**আল-ইসলাহ পাঠাগার,*
_বিশুদ্ধ বইয়ের বিশ্বস্ত ঠিকানা।_