Romancho Pedia by Mithun
12.2K subscribers
About Romancho Pedia by Mithun
Hi, this is Mithun. Romancho Pedia r latest updates ekhane paben
Similar Channels
Swipe to see more
Posts
আপলোড করলাম। ভিডিওটা নিয়ে ৫-৬দিন খুব পরিশ্রম করলাম। দেখে জানাবেন কেমন লাগলো।
Biggest plane crush in India's history
বর্তমান সময়ে AC আর কোন লাক্সারি জিনিস নয়। এটা নেসেসারি হয়ে গেছে। সারাদিন খাটুনির পর একটু শান্তিতে সবাই ঘুমাতে চায়। কিন্তু এসির তাপমাত্রা কত রাখা উচিত সেটা অনেকেই জানেন না। ২৭ থেকে ২৮ এ রাখুন টেম্পারেচার, ঘরের হিউমিডিটি কমে গেলে হালকা ফ্যান চললেই ঠান্ডা লাগে। সাথে BLDC ফ্যান চালিয়ে দিন, সাধারন ফ্যানে বিদ্যুৎ বিল বেশি আসে। কারন ওগুলো হয় ১০০-১৫০ ওয়াটের। কিন্তু BLDC ফ্যান গুলো ৩০-৩৫ ওয়াটের হয়। আর এসির তাপমাত্রা বেশি কমালে যেমন বিল বেশি আসবে। তেমনি শরীরেও ক্ষতি হয়।
১৭ বছর আগের সেই ভয়ানক দিন https://youtu.be/6FYRE_3hF9I
প্রত্যেক বছর শুধু যৌতুকের জন্য ৬০০০ এর বেশি মেয়েদের মেরে ফেলা হয় (2022 NCRB DATA)। আর আমরা মাঝে মাঝে দু একজন হাজবেন্ডের মৃত্যু দেখলে শিউরে উঠি, বিয়ে না করার ডিসিশন নেই। ভাবুন তো মেয়েরা কিসের ভরসায় বিয়ে করে !!
এই ভাইটি কাকদ্বীপ থেকে আজ দত্তপুকুরে এসেছে। ভাইটি কাকদ্বীপের ১৭জন গরীব মেধাবী ছাত্রছাত্রীদের ফ্রীতে টিউশন পড়ায়। এই ছাত্রছাত্রীদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, কারোর হয়ত বাবা মাছ ধরতে গিয়ে মারা গেছেন, কেউ হয়ত মধু আনতে গিয়ে মারা গেছে। তবে কিছু দিন ধরে এই ছাত্রছাত্রীদের বইয়ের সমস্যা হচ্ছিল। আজ রোমাঞ্চ পিডিয়ার পক্ষ থেকে কিছু বইয়ের ব্যবস্থা করে দিলাম। আর ভাইটিকে অসংখ্য ধন্যবাদ এভাবে শিক্ষার আলো গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য। 🙏
প্লেন দুর্ঘটনার কারন কি ? https://youtu.be/rORiUWES0yE
একবার দুবার নয়, মোট চার বার জাপানের জেল থেকে পালিয়েছিল এই লোকটি।