
Romancho Pedia by Mithun
June 11, 2025 at 11:24 AM
বর্তমান সময়ে AC আর কোন লাক্সারি জিনিস নয়। এটা নেসেসারি হয়ে গেছে। সারাদিন খাটুনির পর একটু শান্তিতে সবাই ঘুমাতে চায়। কিন্তু এসির তাপমাত্রা কত রাখা উচিত সেটা অনেকেই জানেন না। ২৭ থেকে ২৮ এ রাখুন টেম্পারেচার, ঘরের হিউমিডিটি কমে গেলে হালকা ফ্যান চললেই ঠান্ডা লাগে। সাথে BLDC ফ্যান চালিয়ে দিন, সাধারন ফ্যানে বিদ্যুৎ বিল বেশি আসে। কারন ওগুলো হয় ১০০-১৫০ ওয়াটের। কিন্তু BLDC ফ্যান গুলো ৩০-৩৫ ওয়াটের হয়। আর এসির তাপমাত্রা বেশি কমালে যেমন বিল বেশি আসবে। তেমনি শরীরেও ক্ষতি হয়।

👍
❤️
😂
😮
43