Dr. Rezaul Karim WhatsApp Channel

Dr. Rezaul Karim

965 subscribers

About Dr. Rezaul Karim

This is Dr. Rezaul Karim. He is Central Working Committee Member & Secretary of Dhaka City North, Bangladesh Jamaat-e-Islami. 👉Web: https://dr-rezaulkarim.com Follow us on: 👉FB: www.fb.com/dr.rezaulrkarim 👉TW: https://twitter.com/drkarimbd 👉IG: www.instagram.com/dr.karimbd 👉TG: https://t.me/drrezaulkarim 👉YT: www.youtube.com/drrezaulkarimbd

Similar Channels

Swipe to see more

Posts

Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
6/14/2025, 1:39:50 PM

*মোহাম্মদপুরে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ* সংস্কার ও বিচার ছাড়া কোন নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না _-ড. মুহাম্মদ রেজাউল করিম।_ সারাদেশের মত রাজধানীতেও তীব্র দাবদাহে সৃষ্ট জনদুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের আত্মসচেতন ও বিত্তবানদের আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমানসহ থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ড. রেজাউল রেজাউল করিম বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত সব সময়ই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। সর্বোপরি দেশের যেকোনো ক্রান্তিকালে সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। খরা, বন্যা, ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও আমরা সাধারণ মানুষের সাথে একাত্ম থেকেছি। জামায়াতের সে কল্যাণকামীতার ধারাবাহিকতায় আজ আমরা তৃষ্ণার্ত সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য সুপেয় পানীয় জল বিতরণ করছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি তীব্র খরায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি সাধ্যমতো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতি এক মহা ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র মেরামত ও একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু পতিত স্বৈরাচারের প্রতিভূরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা অব্যাহত রেখেছে। সরকারকে তারা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু সংশ্লিষ্টদের মনে রাখা উচিত যে, শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠায় ছিলো আগস্ট বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই নির্বাচনের আগের রাষ্ট্রীয় অবকাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার দরকার। অন্যথায় দেশে কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

Post image
Image
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
6/4/2025, 9:02:47 AM

*পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নগরবাসীর প্রতি মহানগরী উত্তর জামায়াতের শুভেচ্ছা* প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা -ঢাকা মহানগরী উত্তর জামায়াত। পবিত্র ঈদুল আযহা’র প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র, স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীর উদ্দেশে দেয়া এক শুভেচ্ছা বাণীতে তাঁরা আজ এসব কথা বলেন। মহানগরী নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর এক অতি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। বস্তুত, আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) স্বীয় পুত্র হযরত ঈসমাইল (আ.)কে কুরবানি করতে প্রয়াসী হয়েছিলেন। সে আদর্শ অনুসরণেই মুসলিম উম্মাহ দিবসটিকে পবিত্র ঈদুল আযহা হিসাবে পালন করে আসছে। মূলত, মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। আর নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই পশু কুরবানির প্রকৃত উদ্দেশ্য। এ প্রসঙ্গে কালামে হাকীমে বলা হয়েছে, ‘কুরবানির পশুর রক্ত; গোশত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি’ (সুরা হজ্জ, আয়াত-৩৭)। তাই কুরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত- মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা বলেন, জাগতিক লোভ-লালসা ও কামনা-বাসনার উপর নিয়ন্ত্রণ আরোপ করে পশুপ্রবৃত্তির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ও বিজয় অর্জনই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। অন্যায়- অসত্য, অনাচার- পাপাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম- নির্যাতন, বিভেদ-বিসংবাদ বন্ধ করে সমাজ-রাষ্ট্রে সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির প্রকৃত কল্যাণ সাধন করা পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য। কোরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় নিদর্শন। সে কল্যাণকে যথাযথভাবে কাজে লাগানোই মোমিন জীবনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য। তাঁরা আরও বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারী ও ফ্যাসীশক্তির পতন হলেও পরিপূর্ণ বিজয় এখনো আসেনি বরং পতিতদের প্রতিভূরা দেশকে অস্থিতিশীল করে অর্জিত বিজয় বিতর্কিত, নস্যাৎ ও অন্তর্বতীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সঙ্গত কারণেই দেশে এখনো লাগামহীন চাঁদাবাজী বন্ধ হয়নি। দ্রব্যমূল্য পরিস্থিতি আগের তুলনায় ইতিবাচক হলেও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। স্বৈরাচারের পতনের পর অর্থনীতিতে গতি ফিরে আসলেও এখনো তা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়নি। মূলত, অতীতে অপরাধ করে পার পেয়ে যাওয়া ও সুশাসনের অভাবেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাই জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারকে এজন্য কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহানগরী নেতৃদ্বয় বলেন, আওয়ামী বাকশালী শাসনামলে রাষ্ট্রের সকল অবকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কথিত বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষনেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ পরিসরে কারারুদ্ধ করে রাখা হয়েছিলো। আজ্ঞাবাহী বিচার বিভাগ দিয়ে বাতিল করা হয়েছিলো জামায়াতের নিবন্ধন। তাই রাষ্ট্রের সকল কাঠামোতে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য ব্যাপকভিত্তিক সংস্কার করা দরকার। একই সাথে জুলাইয়ের গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনা জরুরি।বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে তা কোন অবস্থাতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বরং পূর্বের অবস্থার পুনরুত্থান ঘটবে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নেতৃদ্বয় উচ্চ আদালতের রায়ে এটিএম আজহারের বেকসুর খালাস ও দলীয় নিবন্ধন ফিরে পাওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নগরবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Post image
❤️ 👍 4
Image
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
6/18/2025, 3:27:19 PM

মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সকলের প্রিয় শ্রদ্ধেয় মতলিব ভাই মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর শ্রদ্ধেয় দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ভাই আজ বিকেলে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর সাথে আমাদের অনেকেরই দীর্ঘ স্মৃতি জড়িয়ে আছে। এমন একজন মানুষ যার মুখের দিকে তাকালেই অন্তরে প্রশান্তি অনুভব করা যেত। হাজারো মানুষকে নিজের প্রজ্ঞা, দরদ এবং ভালোবাসা দিয়ে মহান আল্লাহর দিকে আজীবন দাওয়াত দিয়ে গেছেন। ইক্বামাতে দ্বীনের একজন বলিষ্ঠ দায়িত্বশীল হিসেবে দুনিয়ার কোন কিছুর দিকে তিনি পিছনে ফিরে তাকাননি। আল্লাহ রাব্বুল আলামীন শ্রদ্ধেয় প্রিয় মতলিব ভাইয়ের ওপর রহম করুন, গুনাহখাতা ক্ষমা করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। বাকি সফরে আল্লাহ তা'য়ালা রহমতের ফেরেশতাদেরকে তাঁরসঙ্গী বানিয়ে দিন এবং সর্বোপরি প্রিয় মতলিব ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মী সবাইকে আল্লাহ তা'য়ালা উত্তম সবর করার তাওফিক এনায়েত করুন। আমিন। ডা. শফিকুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

Post image
😢 5
Image
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
6/14/2025, 4:16:00 PM

https://youtu.be/tLFvEqvwe-o

Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
5/28/2025, 5:30:55 AM

https://youtube.com/live/YksBtF8nL5g?feature=share

👍 3
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
6/16/2025, 9:07:07 AM

*ঢাকা মহানগরী উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ* *নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে -মোহাম্মদ সেলিম উদ্দিন।* দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলসহ সকল স্তরের জনশক্তিকে ময়দানে সক্রিয় ও আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি গতকাল রাত ৮টায় রাজধানী মিরপুর-১৩ এর ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ওয়ার্ড ও থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত প্রমুখ। সেলিম উদ্দিন বলেন, মূলত, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। এ আন্দোলনে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা ছাত্র-জনতার কাঁধে কাঁধ মিলিয়ে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে সর্বস্তরের মানুষের অন্তরে মজবুত অবস্থান তৈরি করে নিয়েছে। স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আমলে জামায়াতে ইসলামী সহ দেশের ইসলামী শক্তিই সবচেয়ে বেশি জুলুম- নির্যাতন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার হয়েছে। তাই দ্বিতীয় স্বাধীনতাত্তোর সময়ে জামায়াতের ওপর জনপ্রত্যাশা বহুগুণে বেড়েছে।জনগণ জামায়াত নেতৃত্বের উপর আস্থা রেখে দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছে। জনগণ দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ, আইন ও সাংবিধানিক শাসন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতকেই অপ্রতিদ্বন্দ্বী ও বিকল্প শক্তি মনে করছেন। তাই দেশের মানুষের আবেগ- অনুভূতি ও জনপ্রত্যাশাকে যথাযথ সম্মান প্রদর্শন করেই ক্ষুধা, দারিদ্র, অপশাসন- দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দাওয়াত ও তাবলীগ দ্বীন বিজয়ের পূর্বশর্ত। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতা-কর্মীকে দাঈ ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সাধারণ মানুষের মধ্যে ইসলামের সুমহান আদর্শ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে-সব বিভ্রান্তি ও অপপ্রচার রয়েছে সে সবের বিজ্ঞচিত ও যথোপযুক্ত জবাব দেওয়ার জন্য সকলকে অধ্যবসায়ী ও সমসাময়িক বিষয়ের ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। নিজেদের অযোগ্যতা ও উদাসীনতার জন্য যাতে ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও যত্নবান হওয়া দরকার। আর দাওয়াত সম্প্রসারণ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে। তাহলেই ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে। মহানগরী আমীর বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আবশ্যকতা দেখা দিয়েছে। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জরুরি সংস্কার কাজ শুরু করেছে।আমরা আশা করছি দ্রুতই রাষ্ট্রীয় কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার, গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর পুরোজাতি নির্বাচনী উৎসবে মেতে উঠবে এবং জনগণ পছন্দমতো তাদের নেতা নির্বাচনের সুযোগ পাবেন। তিনি দেশে ন্যায়-ইনসাফের সমাজ ও আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তাহলেই দেশ অপশাসন- দুঃশাসন মুক্ত হবে-ইনশাআল্লাহ

Post image
Image
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
5/30/2025, 11:06:46 AM

*আদাবরে এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ* সংস্কার, বিচার ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করুন -ড. মুহাম্মদ রেজাউল করিম। এতিমরা অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির অংশ; তাই এতিমদের কল্যাণে ও দুর্দশা লাগবে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, দাতা সংস্থা, দাতব্য প্রতিষ্ঠার সহ সমাজের বিত্তবান মানুষদের মুক্ত হস্তে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে আদাবর থানা জামায়াত আয়োজিত এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আল আমীন সবুজের সভাপতিত্বে ও সেক্রটারি আশরাফুজ্জামান মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। ড. রেজাউল করিম বলেন, আল্লাহ রাব্বুল আলামীন এতিমদের প্রতি সদাচারণ ও অনুগ্রহ প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। পবিত্র কালামে হাকীমে এতিমের অধিকার, এতিমের প্রতি দয়া-অনুগ্রহের মর্যাদা ও পুরস্কারের কথা বিশদভাবে বর্ণিত হয়েছে। কালামে পাকের সূরা বাকারাহর ২২০ নং আয়াতে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন, ‘আর তোমার কাছে তারা জিজ্ঞেস করে, এতিম সংক্রান্ত বিধান। বলে দাও, তাদের কাজ-কর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। আর যদি তাদের ব্যয়ভার নিজের সাথে মিশিয়ে নাও, তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ জানেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে তোমাদের ওপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, মহাপ্রাজ্ঞ।’ এতিমের সম্পদ সংরক্ষণ ও প্রত্যার্পণ সম্পর্কে সূরা আন নিসার ২ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। মন্দ মালামালের সাথে ভালো মালামালের অদল-বদল করো না। আর তাদের ধন-সম্পদ নিজেদের ধন-সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না। নিশ্চয় এটি বড়ই মন্দ কাজ’। তিনি এতিমদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সকল স্তরের জনশক্তিকে সামর্থ অনুযায়ি কাজ করার আহবান জানান। তিনি বলেন, ইসলাম একটি কালজয়ী ও শাস্বত জীবনাদর্শ। আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেছেন অন্য সব দ্বীনের ওপর দ্বীনে হক্ব তথা ইসলামকে বিজয়ী করার জন্য । মূলত, জামায়াতের ইসলামী এদেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার করে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে চায়। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে সততা, যোগ্যতা ও তাক্বওয়া অনুযায়ি রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হবে। সেখানে কোন ধর্ম, মত ও পথকে প্রাধান্য দেওয়া হবে না বরং সকল ক্ষেত্রে সততা, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতাই হবে যোগ্যতার মানদণ্ড। জামায়াত সকল শ্রেণির নাগরিকের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও পারস্পারিক আন্তরিকতা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, পতিত বাকশালী ও ফ্যাসীবাদীরা রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই বিদ্যমান অবস্থায় দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন পরিবেশ নেই। তাই অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থী নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা জরুরি। অন্যথায় ফ্যাসীবাদ নতুন করে মাথাচাঁড়া দিতে পারে।

Post image
❤️ 👍 5
Image
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
5/28/2025, 3:38:07 AM

https://www.youtube.com/live/mQcivqzKW7k?si=uL0rWd3qAWuusFol

👍 1
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
2/17/2025, 3:14:31 PM

ঢাকা-১৭ ফেব্রুয়ারি/২০২৫ইং। *শোকবাণী* বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরখান পূর্ব থানা আমীর মুহাম্মদ ইসরাইল হোসেনের পিতা মজিবুর রহমান আজ সকাল ৭.৪৫ টায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেইন স্ট্রোক জনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার মিরপুরে। মরহুমের নামাজে জানাজা কুষ্টিয়ার মিরপুরের নিজ গ্রাম কটিদহে বাদ আসর অনুষ্ঠিত এবং পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাজায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। মজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মজিবুর রহমানের মৃত্যুতে আমরা একজন স্বজ্জন ও ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ শুভাকাক্সক্ষী ও পৃষ্ঠপোষককে হারিয়েছি। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।

😢 2
Dr. Rezaul Karim
Dr. Rezaul Karim
2/15/2025, 1:41:34 AM

https://youtu.be/DvYI3_xTTHE

❤️ 1
Link copied to clipboard!