Jamaat Dhaka City North
                                
                            
                            
                    
                                
                                
                                January 19, 2025 at 04:44 AM
                               
                            
                        
                            *রিক্সা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন*
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবেনা
-অধ্যাপক হারুন অর রশিদ 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি ও বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৩ বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবেনা।একমাত্র আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
গতকাল রাত ৮টায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে রমনা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
 ইউনিয়নের সভাপতি, শ্রমিক নেতা মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন  পরিচালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরেরসভাপতি মাওলানা মহিবুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার,বক্তব্য রাখেন,রিকশা শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুল হক,হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের  আমীর এডভোকেট জিল্লুর রহমান, হাতিরঝিল পশ্চিম থানা আমীর  ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ রিক্সা শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি  গোলাম সরোয়ার, ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি  ডাঃ মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,শোষণ, বঞ্চনামুক্ত একটা সমাজ কায়েমের আন্দোলন করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।এদেশের শ্রমিক সমাজকে নিয়ে  মায়া,মমতা ও ভালোবাসায় সমৃদ্ধ একটা সুন্দর সমাজ কায়েমই আমাদের মূল উদ্দেশ্য। 
সম্মেলনে কমিটি গঠন করা হয়। উপস্থিত ৪ শতাধিক রিক্সা শ্রমিকদের মাঝে কম্বল,জ্যাকেট বিতরণ করা হয়।
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        6