Jamaat Dhaka City North
Jamaat Dhaka City North
January 24, 2025 at 11:30 AM
*তেজগাঁও উত্তর থানার বার্ষিক রুকন সমাবেশ* তেজগাঁও উত্তর থানার উদ্যোগে বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা, মহানগরী কর্ম পরিষদ সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক জনাব হেমায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মিডিয়া ও প্রচার সম্পাদক ও হাতিরঝিল অঞ্চল সহ. পরিচালক জনাব আতাউর রহমান সরকার। বুধবার বাদ এশা দারসুল কুরআনের মাধ্যমে রুকন সমাবেশ শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন ও প্রোগ্রামে সভাপতিত্ব করেন মহানগরীর শুরা সদস্য ও তেজগাঁও উত্তর থানা আমীর হাফেজ মাওলানা আহসান উল্লাহ্। উক্ত সমাবেশে রুকনদের সামনে ২০২৪ সালের বার্ষিক রিপোর্ট পেশ করেন থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফ। অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগরীর শুরা সদস্য, শিল্পাঞ্চল থানা সাবেক আমীর ও কাফরুল উত্তর থানা নায়েবে আমীর জনাব আলাউদ্দিন আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক নেতা বাবর আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য ইঞ্জি. মহসিন খান, এনামুল হক, ইউনুস শেখ, মোফাজ্জল হোসেন রকি, সোলাইমান হোসেন, শুরা সদস্য রফিকুল ইসলাম এবং ওয়ার্ড সভাপতি মাওঃ আবু জাফর, মাস্টার নজরুল ইসলাম ও নোমান উদ্দিন প্রমুখ।
❤️ 👍 5

Comments