Jamaat Dhaka City North
Jamaat Dhaka City North
January 25, 2025 at 07:05 AM
*অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির* বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব জোনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জোন পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবদুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন অত্র জোনের সকল থানা আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা পূর্ব জোনের টিম সদস্য মাওলানা মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জামায়াতের কর্মীদেরকে নিজেদের মানোন্নয়ন করে বাইয়াত গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন জামায়াত কর্মীরা ব্যাপকভাবে দাওয়াত প্রদান ও সামাজিক কাজের মাধ্যমে এলাকার জনগণের নিকট জামায়াতে ইসলামীর অপরিহার্যতা তুলে ধরতে হবে।
❤️ 8

Comments