Jamaat Dhaka City North
Jamaat Dhaka City North
January 25, 2025 at 02:52 PM
*বাংলাদেশ জামায়াতে ইসলামী গুলশান পশ্চিম থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল টি এস বৈঠক সম্পন্ন।* প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর এর সহকারী সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান। তিনি ইউনিট মজবুতি ও সম্প্রসারণে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা পেশ করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনানী থানা আমীর জনাব মিজানুর রহমান খান,উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন থানা আমীর জনাব মাহমুদুর রহমান আজাদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন। বৈঠকে আরও আলোচনা করেন থানা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও থানা তারবিয়াত সম্পাদক গোলাম মোস্তফা কাইউম।
❤️ 6

Comments