VOA Bangla

VOA Bangla

5.3K subscribers

Verified Channel
VOA Bangla
VOA Bangla
January 19, 2025 at 10:03 PM
অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে তাপমাত্রা সর্বনিম্ন ১১ ডিগ্রি ফারেনহাইট (-১১ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ ২৩ ডিগ্রি ফারেনহাইট (-৫ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাসের কারণে আরও বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই তীব্র শীতল তাপমাত্রার কারণে ট্রাম্পের অভিষেক ৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতল সময়ে হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল নামে সামাজিক মাধ্যম প্লাটফর্মে বলেন, “আমি কোনোভাবেই মানুষকে ব্যথিত বা আহত দেখতে চাই না।” 👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7942456.html
❤️ 1

Comments