VOA Bangla  WhatsApp Channel

VOA Bangla

5.3K subscribers

Verified Channel

About VOA Bangla

ভয়েস অফ আমেরিকা-বাংলা ১৯৫৮ সাল থেকে সংবাদ পরিবেশন করে আসছে। সত্য ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্ব সাম্প্রতিক খবর জানতে আমাদের সাথে থাকুন।

Similar Channels

Swipe to see more

Posts

VOA Bangla
VOA Bangla
2/19/2025, 6:57:00 PM

▶️ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলছে স্থানীয় গণমাধ্যমে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, "ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে পালাটাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।" বর্তমানে কুয়েট ও আশপাশের এলাকা থমথমে অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা "ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না"; "দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই"; "এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা" এই স্লোগান দিতে দিতে কুয়েটের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরাও জড়ো হয়ে মিছিল শুরু করে। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

😂 1
Video
VOA Bangla
VOA Bangla
2/17/2025, 4:29:32 PM

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে রয়েছেন; সফরে প্রাধান্য পাওয়া বিষয়গুলোর মধ্যে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি অন্যতম। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে সৌদি আরব ও অন্যান্য আরব দেশের বিরোধিতার আবহেই রুবিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিনিরা প্রতিবেশী দেশগুলিতে সরে যাবে এবং যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে এই ভূখণ্ডের পুনরায় উন্নয়ন ঘটাবে। ট্রাম্পের আশা, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হোক, তবে এই ধরনের পরিকল্পনা সেই আশাকে নির্মূল করে দেবে বলেই ধারণা; সৌদির কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত না হলে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে না। 👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7977780.html

Post image
Image
VOA Bangla
VOA Bangla
2/26/2025, 1:42:30 PM

গত বছরের সেপ্টেম্বরে দেয়া এক সাক্ষাৎকারে, তখন থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সরকার এখন সেদিকেই ধাবিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে মৃত সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, "আমরা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন, অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। যতবার ড. ইউনূসের সাথে কথা বলেছি, ততবার তিনি আমার সাথে একমত হয়েছেন যে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার এবং সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন। আমার মনে হচ্ছে সরকার সেদিকে ধাবিত হচ্ছে। ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটিকে ঐক্যবদ্ধ রাখতে। তাকে আমাদের সাহায্য করতে হবে।" 👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7987900.html

Post image
❤️ 😮 4
Image
VOA Bangla
VOA Bangla
2/20/2025, 7:47:19 PM

যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা সংস্থা, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মনোনয়ন পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। তিনি সেনেটে ৫১-৪৯ ভোটে নির্বাচিত হলেন। প্যাটেল, ট্রাম্পের প্রথম মেয়াদে গোয়েন্দা ও প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। তিনি এফবিআই-এর একটি আমূল পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন। সেইসাথে ট্রাম্পের মূল অগ্রাধিকার, অবৈধ অভিবাসন এবং সহিংস অপরাধ দমনে সংস্থার ভূমিকা প্রসারিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Post image
Image
VOA Bangla
VOA Bangla
2/20/2025, 7:46:05 PM

▶️ ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, হামাস চারজন ইসরায়েলি জিম্মির কফিন রেড ক্রসের কাছে হস্তান্তর করছে। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫। মৃতদেহগুলোর মধ্যে ছিল শিশু কফির বিবাস এবং তার চার বছরের ভাই আরিলনের মৃতদেহ, যারা হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় আটক করা সবচেয়ে কম বয়সী দুজন জিম্মি। চারটি কালো কফিন একটি মঞ্চে রাখা ছিল। রেডক্রসের যানকে তারপর হস্তান্তরের স্থান থেকে কফিনগুলি নিয়ে যেতে দেখা যায়। হামাস গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় দুই শিশুর মৃতদেহ, তাদের মা শিরি বিবাসের মৃতদেহসহ চতুর্থ জিম্মি, ওদেদ লিফশিৎসের মৃতদেহ হস্তান্তর করেছে। যুদ্ধবিরতি চুক্তিটি গত মাসে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় সম্পন্ন হয়। হস্তান্তরটি বর্তমান চুক্তির আওতায় প্রথম মৃতদেহ হস্তান্তর। ইসরায়েল বলছে, ঐসব মৃতদেহের ডিএনএ পরীক্ষা সম্পন্ন না করা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করবে না। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣⁣

Video
VOA Bangla
VOA Bangla
2/23/2025, 5:11:16 PM

📷 ছবিতে হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত জাতীয় গভর্নরস অ্যাসোসিয়েশন নৈশভোজ এবং সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন তার সঙ্গে, এবং মন্ত্রিপরিষদ সদস্যও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ট্রাম্প রিসেপশনে উপস্থিত ৮ জন নতুন গভর্নর এবং যারা সম্প্রতি শপথ নিয়েছেন তাদেরকেও স্বাগত জানান। প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যেখানে তিনি গভর্নরদের মধ্যে ঐক্য এবং যুক্তরাষ্ট্রের শক্তির উপর জোর দেন।

Post image
Image
VOA Bangla
VOA Bangla
2/27/2025, 4:28:14 PM

কর্তৃপক্ষ বলছে, অস্কার বিজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী এবং তাদের কুকুরকে নিউ মেক্সিকোতে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষ তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি, শুধু জানিয়েছে যে তদন্ত চলছে। সান্তা ফে কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র ডেনিস আভিলা বলেছেন যে ডেপুটিরা বুধবার বেলা ১:৪৫-এর দিকে বাড়িতে একটি ওয়েলফেয়ার চেক করার অনুরোধে সাড়া দেয়। সেখানে গিয়ে তারা হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং একটি কুকুরকে মৃত অবস্থায় দেখতে পান। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ছিলেন হলিউডের সবচেয়ে সম্মানিত এবং সম্মানিত অভিনয়শিল্পীদের একজন। তার কয়েক ডজন চলচ্চিত্রের মধ্যে "দ্য ফ্রেঞ্চ কানেকশন" এবং "আনফরগিভেন"-এ অভিনয়ের জন্য তিনি অস্কার জিতেছেন এবং "বনি এবং ক্লাইড"-এ তার একটি ব্রেকআউট পারফরম্যান্স ছিল।

Post image
Image
VOA Bangla
VOA Bangla
2/26/2025, 9:54:16 PM

▶️ নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু হয়। তবে, নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ প্রতিনিধিত্ব না থাকার অভিযোগে মধুর ক্যান্টিনে বিক্ষোভের ঘটনা ঘটে, যা একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি করে। বিক্ষোভকারীরা কমিটিতে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত এই সংগঠনে আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং জাহিদ আহসান সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Video
VOA Bangla
VOA Bangla
2/24/2025, 5:39:08 PM

▶️ জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণপদযাত্রার আয়োজন করা হয়। বিকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এসে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।⁣ ⁣এর আগে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বেলা তিনটার পর শিক্ষাভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দেয়।⁣ ⁣পরে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেললে মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বাধার মুখে রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।⁣ ⁣জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ পদযাত্রা করে আন্দোলনকারীরা।⁣

Video
VOA Bangla
VOA Bangla
2/23/2025, 5:11:54 PM

📷ছবিতে দেখা যাচ্ছে, লোকজন রোমের আগোস্তিনো জেমেলি পলিক্লিনিকের বাইরে পোপের সুস্থতার জন্য প্রার্থনা করতে সমবেত হয়েছে। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। পোপ ফ্রান্সিস ১৪ ফেব্রুয়ারি থেকে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার পোপ ফ্রান্সিস একটি দীর্ঘস্থায়ী অ্যাসমাটিক শ্বাসপ্রশ্বাস সংকটে আক্রান্ত হন, যার ফলে শ্বাস নেওয়ার জন্য একটি নাকের নল দিয়ে "উচ্চমাত্রার" অক্সিজেন সরবরাহ করা হয় তাকে। ভ্যাটিকান জানিয়েছে, পরীক্ষায় রক্ত জমাটের জন্য প্রয়োজনীয় প্লেটলেটের মাত্রা কম পাওয়ার কারণে পোপ ফ্রান্সিসকে রক্ত দেয়া হয়। রবিবার ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস সচেতন রয়েছেন। তবে শ্বাসপ্রশ্বাসের সংকট ও রক্ত সঞ্চালনের পরেও তিনি উচ্চমাত্রার অক্সিজেন সহায়তার উপর নির্ভর করছেন, এবং জটিল ফুসফুস সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ডাক্তাররা বলেছেন পোপ ফ্রান্সিসের বয়স, শারীরিক দুর্বলতা এবং পূর্ববর্তী ফুসফুসের রোগের কারণে যেকোনো কিছু ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

Post image
👍 1
Image
Link copied to clipboard!