
VOA Bangla
February 13, 2025 at 05:56 PM
▶️ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (১২ ফেব্রুয়ারি) \যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের নবনিযুক্ত পরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছেন।
নিয়োগ পাওয়ার পর এটিই গ্যাবার্ডের কোন বিদেশী নেতার সাথে প্রথম সাক্ষাৎ।
এর আগে তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসাবে শপথ নেন তুলসি গ্যাবার্ড৷
বুধবারই জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের সেনেট অনুমোদন দেয়। গ্যাবার্ড একজন সাবেক সামরিক কর্মকর্তা ও হাওয়াই থেকে নির্বাচিত প্রাক্তন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান। তিনি সেনেটে ৫২-৪৮ ভোটে অনুমোদন পান।
ভোটের পরে, গ্যাবার্ড ট্রাম্পকে বলেন, এই নির্বাচনে আমেরিকান জনগণ ট্রাম্পকে স্পষ্টভাবে যে ম্যান্ডেট দিয়েছে তা পূরণ করতে তিনি সহায়তা করবেন।