MALDA COLLEGE UN-OFFICIAL
January 26, 2025 at 09:48 AM
আগামী ২৮ জানুয়ারি ঠিক সকাল সাড়ে নটায় এনভারমেন্ট স্টাডির ক্লাস টেস্ট সম্পন্ন হবে দুর্গা কিংকর সদনে। একটি বিশেষ অনলাইন লিংক এর মাধ্যমে। সকল *সেমিস্টার ওয়ান* ছাত্রদের এই ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য জানানো হচ্ছে। মনে রাখতে হবে ইউনিভার্সিটির পরীক্ষার মতো করেই একটি পরীক্ষা এই ক্লাস টেস্টে সংঘটিত হবে । সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। সময়- সকাল সাড়ে নটা স্থান - দুর্গা কিংকর সদন মালদা কলেজ অডিটোরিয়াম তারিখ ২৮ জানুয়ারি ২০২৫ Principal

Comments