Dilip Ghosh

6.3K subscribers

Verified Channel
Dilip Ghosh
February 2, 2025 at 01:58 PM
বিদেশি ফল স্ট্রবেরি। আমাদের দেশের আবহাওয়ায় সাধারণ হয় না। কিন্তু আমি মেদিনীপুরে দেড় হাজার চারা লাগিয়েছিলাম। মাস খানেকের মধ্যে কুড়ি ধরে ফল হয়ে তা পাকতে শুরু করেছে। বেশ কয়েকজন গবেষক আমায় সহায়তা করেছে। আমি আশা করি আমাদের জঙ্গলমহলে মানুষের স্ট্রবেরি চাষের প্রতি আগ্রহ বাড়বে। এই ফল আমাদের বাজারে ৪০০-৪৫০ টাকা প্রতি কেজি বিক্রি হয়। বাইরে থেকে স্ট্রবেরি আমদানি করানোর পরিবর্তে আমাদের জেলা এবং তারপর এই রাজ্যেই যদি স্ট্রবেরি চাষ করা যায়, তবে আয়ের জায়গা বাড়বে কৃষকদের। সব মিলিয়ে চেষ্টা চালাচ্ছি, যাতে নতুন নতুন চাষাবাদ শুরু হয় আমাদের রাজ্যে। তাই এই স্ট্রবেরি চাষের প্রচার হওয়া উচি
❤️ 🙏 3

Comments