হোক কলরব Hok Kolorob
January 18, 2025 at 07:04 PM
অভয়ার খুন ও ধর্ষণের মামলায় আজ সঞ্জয় রাইকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট, তার ভিত্তিতে সাজা ঘোষণা হবে সোমবার। তার বিরুদ্ধে থাকা অজস্র তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথা নিয়ে কোনও দ্বিমত নেই যে সে এই ঘটনার সাথে সরাসরি যুক্ত এবং তার কঠোরতম শাস্তির দাবি আমরা জানাচ্ছি। কিন্তু অজস্র প্রশ্ন এখনও আমাদের সবার মনে রয়েছে যাদের উত্তর আমরা পাইনি। এখানে কেবল কুড়িটি প্রশ্ন আমরা তুলে ধরেছি। আমরা বারবার এইসব প্রশ্ন করেছি, যখন যেখানে করা সম্ভব করেছি। এরকম বহু প্রশ্ন তৈরী হয়েছে এই দীর্ঘ পাঁচ মাসের আন্দোলনে। অভয়ার সব হারানো মা বাবা এখনও উত্তর চাইছেন তাদের সাথে আমরাও এসবের উত্তর চাইবো রাজপথ, আলপথ, আদালতে যেখানে গেলে আমরা এর উত্তর পাবো। প্রশ্নগুলো পড়ুন ও ছড়িয়ে দিন। Instagram: https://www.instagram.com/p/DE-lQ3ySrQW/?igsh=bzlwajdnOXY2MHBp Facebook: https://www.facebook.com/share/p/18cTpwN1JE/?mibextid=wwXIfr
👍 ❤️ 🔥 😢 😮 66

Comments