হোক কলরব Hok Kolorob
January 30, 2025 at 05:57 PM
*একদিনে তিন খবর!* • আন্দোলনের চাপে ব্ল্যাক লিস্টেড কোম্পানির স্যালাইন বাতিল করে বরাতে আসা নতুন কোম্পানির উৎপাদন এবং সরবরাহ বন্ধ করতে হলো, কেন? কারণ সেই এক, নিম্নমানের ওষুধ ও তার সংরক্ষণের প্রক্রিয়া। সাধারণ মানুষের প্রাণের দায়িত্ব কে নেবে ? • ⁠প্রতিবাদী ডাক্তারদের বিরুদ্ধে নোটিশ পাঠানো, অনৈতিক ভাবে WBMC-এর রেজিস্ট্রারের পদে আসীন মানস চক্রবর্তীকে একদিনের মধ্যে পদত্যাগের নির্দেশ হাইকোর্টের। • ⁠দীর্ঘ টালবাহানার পর আর্থিক দুর্নীতির মামলায় রাজ্য সরকারের তরফ থেকে চার্জ গঠনের অনুমোদন পেয়েও কোর্টে জানায়নি CBI। তার কারণ জানতে চেয়েছে কোর্ট। ঠিক কেন এই লুকোচুরি? Facebook: https://www.facebook.com/share/p/1DP7XJ79bP/?mibextid=wwXIfr Instagram: https://www.instagram.com/p/DFdXVaXymAm/?img_index=3&igsh=dXlxMnNhYXU1eHFm
❤️ 👍 🔥 🖕 😂 😓 😢 🙏 🫡 124

Comments