
VOA Bangla
February 19, 2025 at 06:57 PM
▶️ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলছে স্থানীয় গণমাধ্যমে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, "ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে পালাটাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।"
বর্তমানে কুয়েট ও আশপাশের এলাকা থমথমে অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা "ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না"; "দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই"; "এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা" এই স্লোগান দিতে দিতে কুয়েটের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরাও জড়ো হয়ে মিছিল শুরু করে। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
😂
1