
VOA Bangla
February 24, 2025 at 05:39 PM
▶️ জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণপদযাত্রার আয়োজন করা হয়। বিকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এসে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বেলা তিনটার পর শিক্ষাভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দেয়।
পরে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেললে মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বাধার মুখে রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ পদযাত্রা করে আন্দোলনকারীরা।