VOA Bangla

VOA Bangla

5.3K subscribers

Verified Channel
VOA Bangla
VOA Bangla
February 24, 2025 at 05:39 PM
▶️ জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণপদযাত্রার আয়োজন করা হয়। বিকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এসে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।⁣ ⁣এর আগে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বেলা তিনটার পর শিক্ষাভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দেয়।⁣ ⁣পরে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেললে মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বাধার মুখে রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।⁣ ⁣জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ পদযাত্রা করে আন্দোলনকারীরা।⁣

Comments