ED-Engineer's Diary
                                
                            
                            
                    
                                
                                
                                February 3, 2025 at 10:53 AM
                               
                            
                        
                            ব্যাকডোর দিয়ে কাঙ্ক্ষিত গৃহে প্রবেশঃ প্রেক্ষিত বাংলাদেশ 
১। বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি? সমস্যা নাই। কলেজে ভর্তি হন। আন্দোলন করে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করুন। 
২। সরকারী চাকুরী পাননি? সমস্যা নাই। বেসরকারি প্রতিষ্ঠানে যোগদিয়ে জাতীয়করণের জন্য আন্দোলন করুন। 
* সরকারী চাকুরী চান? আউটসোর্সিং/প্রকল্পে সরকারি অফিসে একবার ঢুকুন। পরে আন্দোলন করে জাতীয়করণ করে ফেলুন।
*সরকারী শিক্ষক হতে চান? কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করেন? সমস্যা নাই। জাতীয়করণের জন্য জোর আন্দোলন করুন। শুধু নো বিসিএস নো ক্যাডার আন্দোলনের সামনে পড়বেন এই যা!...
৩। ৩য় শ্রেণীর চাকুরিতে ঢুকেছেন? ২য় শ্রেণীর চাকুরী চান। সমস্যা নাই। আন্দোলন করুন।
৪। ২য় শ্রেণীর চাকুরীতে ঢুকেছেন? ১ম শ্রেণীতে যেতে চান আন্দোলন করুন।
৫। ক্যাডার পাননি? ননক্যাডারে ঢুকেন। আন্দোলন করে নন ক্যাডার পোস্টটিকে ক্যাডারের পরিণত করবার জন্য দুরবার আন্দোলন গড়ে তুলুন।
৬। ক্যাডার পেয়েছেন কিন্তু প্রশাসন ক্যাডার পাননি?
 হা হা হা 
সমস্যা নাই ভাই। উপসচিব হওয়ার জন্য আন্দোলন করুন।
সবকিছু জনস্বার্থে, দেশের কল্যাণে করছেন এই ন্যারেটিভকে সামনে রেখে দেশে এখন এসব আন্দোলন চলছে। কিছু করার নাই।
- সাইফুল ইসলাম