ED-Engineer's Diary
ED-Engineer's Diary
February 8, 2025 at 04:52 PM
অপারেশন ডেভিল হান্ট কোনো হার্ডকোর অপারেশন নয়। এটার রিস্ক অব এনগেজমেন্টের পার্সেন্টেজ খুবই কম এবং স্পেসিফিক কোনো মোটিভ নেই। উপরন্তু ইহা পুরোদস্তুর একটি সাইকোলজিক্যাল অপারেশন। বর্তমানে দেশের অভ্যন্তরীন পরিস্থিতি খুবই টালমাটাল। সাসপেন্ডেড সিভিল ওয়ার চলমান, অর্থাৎ- বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হামলা, পাল্টা হামলা, আগুন, লুটতরাজ ইত্যাদি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে শত্রুকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি পথ বেছে নেওয়া ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারন এই অবস্থা চলতে থাকলে তা যেকোনো মুহূর্তে ফুল স্কেল সিভিল ওয়ারে রূপ নিতে পারে। সেকারনেই মূলত দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট এর ঘোষণা দেওয়া হলো। আমাদের তিনটি প্রতিক্রিয়াশীল অংশ রয়েছে― জনগণ, পুলিশ এবং সেনাবাহিনী। তাদেরকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। সাধারণত সরকারি প্রতিক্রিয়াতে কিছু যায় আসে না। ফায়ার সার্কেল লক্ষ্য করলে আপনি জানবেন- আগুন তৈরি করতে তাপ, অক্সিজেন এবং উৎসের প্রয়োজন। তাপ হল সামগ্রিক পরিস্থিতি, উৎস হল জনগণ এবং অক্সিজেন হল সরকার প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনী। অর্থাৎ অক্সিজেন খ্যাত ল'এনফোর্সমেন্ট টিমের ফাংশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাদের ডিপ্লোয়েড হতেই হতো; অন্য কোনো উপায় ছিল না। এই অপারেশনে আপাতত কোনো হার্ড স্টেপ নেওয়ার নিয়ত নেই। এটা জাস্ট জেনারেল ওয়াকারের ভাষায় 'মব'কে টেকনিক্যালি রাজপথ থেকে নিউট্রলাইজ করে দেওয়ার জন্য। প্রয়োজন পড়লে কিছু ব্যাকসাইড বিটিং এবং সেকশন ৫৪'এ গণগ্রেফতার হবে। তবে এটার একটাই পজেটিভ সাইন আছে, তা হলো কনফ্লিক্ট কমে যাওয়ার কারণে প্রাণহানি কম হবে এবং যারা লিস্টেড অপরাধী তারা এরেস্ট হবে। - শাফিন রহমান

Comments