Suprokash
Suprokash
February 6, 2025 at 11:50 AM
সুপ্রকাশের ওয়েবসাইটে বইয়ের অংশ নিয়ে আমরা কয়েকটি বইয়ের ক্ষেত্রে প্রকাশ করেছি ভূমিকা-পুস্তিকা।আমাদের পরিকল্পনা ধীরে ধীরে সমস্ত বইয়ের ভূমিকা-পুস্তিকা এক জায়গায় জড়ো করে রাখার। যেসব বইয়ের ভূমিকা-পুস্তিকা আপনি আগে পেতে চান, আমাদের ইনবক্সে জানাতে পারেন, আমরা সেই বইগুলির ভূমিকা-পুস্তিকা আগে প্রকাশের চেষ্টা করবো। এখন অব্দি যোগ করা ভূমিকা-পুস্তিকাগুলি : ১. একটি শিশির বিন্দু (বজবজ ও বাটানগর সংলগ্ন অঞ্চলের ছুঁয়ে দেখা গল্প-কথা-রাজনীতি-ইতিহাস)। শুভদীপ চক্রবর্ত্তী। প্রচ্ছদ : সুলিপ্ত মণ্ডল। ২. টাঁড় পাহাড়ের পদাবলি। মিহির সেনগুপ্ত। প্রচ্ছদ : শুভশ্রী দাস। ৩. আহাম্মকের খুদকুড়ো। দুর্লভ সূত্রধর। প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী। ৪. হাফ প্যাডেলের কাল। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী। প্রচ্ছদ : সুলিপ্ত মণ্ডল। ৫. অভিমানভূম। শুভদীপ চক্রবর্ত্তী। প্রচ্ছদ : সন্দীপ রায়। ৬. অনন্যবর্তী। দুর্লভ সূত্রধর। প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী। ৭. সমর ভট্টাচার্য রচনা সংগ্রহ। সম্পাদনা : শতঞ্জীব রাহা। ৮. ইন্দুবালা ভাতের হোটেল। কল্লোল লাহিড়ী। প্রচ্ছদ : মেখলা ভট্টাচার্য। পড়তে পারেন, বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক : https://suprokashbooks.com/bhumika-pustika/
Image from Suprokash: সুপ্রকাশের ওয়েবসাইটে বইয়ের অংশ নিয়ে আমরা কয়েকটি বইয়ের ক্ষেত্রে প্রকাশ ...
❤️ 1

Comments