Fact_Truth9
                                
                            
                            
                    
                                
                                
                                February 23, 2025 at 04:37 AM
                               
                            
                        
                            শহর জুড়ে সব চরিত্রবান পাপী :
শহরটা যেন এক বিশাল নাট্যমঞ্চ, যেখানে সবাই চরিত্রবান, অথচ সবাই পাপী। মুখোশের আড়ালে ঢেকে রাখা কুৎসিত সত্যগুলো দিনের আলোয় আসে না, রাতের আঁধারে কেবল ফিসফিস করে। কেউ প্রভাবশালী বলে তার পাপ গুনাহ নয়, কেউ অভিজাত বলে তার অন্যায় ক্ষমার যোগ্য। যারা ন্যায়ের কথা বলে, তারা লোক দেখানো সাধু, আর যারা চুপ থাকে, তারা সুবিধাবাদী দর্শক।
এখানে ভালো মানুষদেরও মাঝে মাঝে খলনায়ক সাজতে হয় বাঁচার তাগিদে। সত্য বলা মানে বিপদ ডেকে আনা, সততা মানে বোকামি। তাই সবাই নিজ নিজ মুখোশ পরে নিরাপদ থাকার অভিনয় করে। কেউ জানে না, কার মুখোশের নিচে কতটা অন্ধকার লুকিয়ে আছে।
শহরটা চরিত্রবানদের শহর, কিন্তু কেউই নির্দোষ নয়। কারণ পাপের সংজ্ঞা সুবিধাবাদীদের হাতে, ক্ষমতাবানদের ইচ্ছায় বদলায়। অথচ একদিন, এক নির্মম সময়ে, মুখোশ খুলে যাবে সবার, পাপ ধরা পড়বে নগ্ন রৌদ্রে। তখন হয়তো শহরটা বুঝবে— চরিত্রবানদের আসল চরিত্র কী ছিল!