Marxbadi Path
Marxbadi Path
February 9, 2025 at 04:07 AM
"বরাদ্দ ছাঁটাই করে সামাজিক ক্ষেত্রকে আরও নিষ্পেষিত করা, খাদ্যে ভরতুকি কমানো, এমজিএনআরইজিএস এবং এ ধরনের অন্যান্য খাতে বরাদ্দ কমানো, বেতনভোগী হোয়াইট কালার অংশকে কর ছাড় দেওয়া , এসবের মানে হল এই সব সরকারি প্রকল্পের কিছুটা সুবিধা ভোগ করেন এমন বিপুল সংখ্যক গরিব ও শ্রমজীবী মানুষের হাত থেকে ক্রয়ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং সেই ক্রয়ক্ষমতা মধ্যবিত্ত শ্রেণির একাংশের হাতে তুলে দেওয়া। এটাই হল এনডিএ সরকারের ‘স্ট্র্যাটেজি’। এই স্ট্র্যাটেজির লক্ষ্য হল শ্রমজাবী মানুষ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে একটা বিভাজন রেখা তৈরি করা, যাতে করে কর্পোরেট-হিন্দুত্ব জোট আরও কিছুটা বেশি সমর্থন আদায় করতে পারে।" লিখছেন, প্রভাত পট্টনায়েক। 🔗 বিস্তারিত পড়তে ক্লিক করুন এই লিঙ্কে: https://marxbadipath.org/article/A-budget-full-of-bitter-hatred/527 মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।
Image from Marxbadi Path: "বরাদ্দ ছাঁটাই করে সামাজিক ক্ষেত্রকে আরও নিষ্পেষিত করা, খাদ্যে ভরতুকি ...
❤️ 👍 😢 😂 😮 10

Comments