
M.I.Hridoy
February 19, 2025 at 04:47 AM
থাকুক কিছু দূরত্ব, আর অপেক্ষা....হোক হালালের জন্য।
ভালোবাসা মানে তো শুধু কাছে আসা নয়, ভালোবাসা মানে ধৈর্য ধরা, ত্যাগ করা, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আজকের যুগে যেখানে ভালোবাসাকে শরীরের কাছাকাছি আসার নামে ব্যাখ্যা করা হয়, সেখানে কিছু সম্পর্ক দূরত্ব আর অপেক্ষার মাঝেও পবিত্র থাকে।
তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তবে ধৈর্য ধরো। কিছু অনুভূতি সময়ের আগে স্পর্শ করা যায় না, কিছু সম্পর্ক পরীক্ষার আগেই পূর্ণতা পায় না। হোক না একটু অপেক্ষা, থাক না কিছু দূরত্ব—জেনে রেখো, আল্লাহ যখন সময় নির্ধারণ করবেন, তখন সে ভালোবাসা হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্তিময়।
অস্থির হৃদয়কে বোঝাও, সবকিছুরই সঠিক সময় আছে। শরীরের স্পর্শে নয়, হৃদয়ের সংযোগেই ভালোবাসা গভীর হয়। এই দুনিয়ার সাময়িক মায়ার জন্য চিরস্থায়ী শান্তি বিসর্জন দিও না। আল্লাহ যা হালাল করেছেন, সেটাই আমাদের জন্য কল্যাণকর। আর যা হারাম, তা চাইলেও কখনো সুখ বয়ে আনবে না।