
M.I.Hridoy
2 subscribers
About M.I.Hridoy
পাবলিক সার্ভিস
Similar Channels
Swipe to see more
Posts

তারপর একদিন, মুছে ফেলেছি তোমার দেয়া ডাকনাম ভুলতে চেয়েছি কোন কথাটা তোমার বড্ড প্রিয়; হাসিতে লাজুক লাল। অজানা কোন এক অশান্তি মনের মধ্যে বড় হচ্ছে দিনের পর দিন অযত্ন, অবহেলায় দিব্যি খোঁজ ছাড়া খুশীতে মুখ লুকাই আঁধারে। আমি ভুলে গেছি নিজেকে, সবটুকু ভেঙে নিঃশব্দে মনের কাছাকাছি।

ভালোবাসা হলো অনুভব, যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে। তুমি পাশে থাকলে পৃথিবীটা সুন্দর লাগে। ভালোবাসা শুধু একটি শব্দ নয়। এক অনন্ত অনুভূতি! তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী। প্রেম মানে শুধু থাকা নয়, হৃদয়ে গেঁথে রাখা। তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটানো যেন এক একটি গল্প। ভালোবাসা হলো সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয়। তোমাকে ভালবেসে আমি নিজেকেও নতুন করে ভালবাসতে শিখেছি, বুঝতে শিখেছি। তুমি যে মায়ায় আটকে যাও, আমি সেই মায়া হতে চাই। তুমি যে চোখে ডুবে যাও, আমি সেই চোখ হতে চাই। যে অপেক্ষায় তুমি থাকো আমি সেই অপেক্ষার কারণ হতে চাই। আমি শুধুই তোমার হতে চাই...❤️🩹😊

"মানুষ অভ্যাসে বাঁ''চে। অযত্নে যে বড় হইলো, যত্নের অভাবে সে কখনো ম ''রে না। একা থাকার অভ্যাস হয়ে গেলো যার, অ'ন্ধকারে তার দ'ম ব'ন্ধ লাগে না। অধিকার না পেলে মানুষ ম ''রে না। অধিকার পেয়ে অধিকার হা'রায় ফেললে মানুষ ছ''টফট করে ম ''রে!🖤

থাকুক কিছু দূরত্ব, আর অপেক্ষা....হোক হালালের জন্য। ভালোবাসা মানে তো শুধু কাছে আসা নয়, ভালোবাসা মানে ধৈর্য ধরা, ত্যাগ করা, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আজকের যুগে যেখানে ভালোবাসাকে শরীরের কাছাকাছি আসার নামে ব্যাখ্যা করা হয়, সেখানে কিছু সম্পর্ক দূরত্ব আর অপেক্ষার মাঝেও পবিত্র থাকে। তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তবে ধৈর্য ধরো। কিছু অনুভূতি সময়ের আগে স্পর্শ করা যায় না, কিছু সম্পর্ক পরীক্ষার আগেই পূর্ণতা পায় না। হোক না একটু অপেক্ষা, থাক না কিছু দূরত্ব—জেনে রেখো, আল্লাহ যখন সময় নির্ধারণ করবেন, তখন সে ভালোবাসা হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্তিময়। অস্থির হৃদয়কে বোঝাও, সবকিছুরই সঠিক সময় আছে। শরীরের স্পর্শে নয়, হৃদয়ের সংযোগেই ভালোবাসা গভীর হয়। এই দুনিয়ার সাময়িক মায়ার জন্য চিরস্থায়ী শান্তি বিসর্জন দিও না। আল্লাহ যা হালাল করেছেন, সেটাই আমাদের জন্য কল্যাণকর। আর যা হারাম, তা চাইলেও কখনো সুখ বয়ে আনবে না।

মানুষ একা : মানুষ আসলে একাই। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব—সব কিছুই সময়ের ফাঁদ। কেউ না থাকলে বুকের ভেতর শুনশান এক শূন্যতা, আর সবাই থাকলে মন খুঁজে ফেরে নির্জনতা। জীবনের পথচলায় কেউ পাশে থাকে সাময়িক, কেউ দূরে সরে যায় স্থায়ীভাবে। শেষ পর্যন্ত, মানুষ একাই তার অনুভূতির ভার বহন করে, একাই অন্ধকার রাতের নীরব কান্না গিলে ফেলে। তবু এই একাকীত্বই হয়তো জীবনের আসল সত্য।

যদি তুমি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত ! আর যদি তুমি অন্যের ব্যথা অনুভব করতে পাও তবে তুমি মানুষ...!!

মানুষ তার জীবনের বিরাট একটা অংশ,অভিমান করে কাটিয়ে দেয়......! আর এই অভিমান দাঁড় করায়, প্রিয়জনের মাঝে "দূরত্বের" দেয়াল ....!! মনেরেখো প্রিয় সুহাসিনী, আমাদের মাঝে ঝগড়া হবে রাগারাগি হবে কিন্তু কেও কারো সাথে অভিমান করে থাকবো না....!!!

আমি কি আর দেব? আমি তো যা পারি, দিয়েই ফেলেছি। সমস্ত ভালোবাসা, যত্ন, মন খারাপের রাতে সাহস জোগানো কথাগুলো— আমি দিয়েছি। আমার সব প্রার্থনা, তোমার জন্য মঙ্গল কামনা, শুধুই তোমার ভালো চাওয়া— এসব দিয়েও যদি কিছু না হয়, তাহলে আমি কি আর দেব? তুমি যদি একদিন ফিরে তাকাও, দেখবে, আমি কখনো চাইনি কিছু। তোমার হাসির বিনিময়ে কিছুই না, শুধু তোমার ভালো থাকাটাই চেয়েছি। এখনো চাই। তুমি সুখী হও, তোমার দিনগুলো আনন্দে ভরে উঠুক, তোমার আকাশে কোনো অশান্তির কালো মেঘ না থাকুক। আমি দূর থেকে শুধু এতটুকুই বলবো— "তোমার শুধুই ভালো হোক।"

তুমি দুঃখ দিলা, খবর নিলা না...! তুমি যেদিন আমাকে কষ্ট দিলে, সেদিন আমি খুব আশা করেছিলাম— অন্তত একবার জিজ্ঞেস করবে, "কেমন আছো?" হয়তো স্রেফ লোক দেখানোর জন্য, হয়তো নিছক সৌজন্যতা, কিংবা সত্যিকার চিন্তায়— আমি জানি না। কিন্তু তুমি জিজ্ঞেস করোনি। আমার ভেতরে একটা ঝড় বয়ে গেল, অথচ তুমি নিশ্চিন্তে ছিলে। আমি ভেবেছিলাম, হয়তো তুমি বুঝতে পারোনি। কিন্তু পরে বুঝলাম, তুমি জানো… তবুও নীরব। এই নীরবতাই সবচেয়ে বড় ব্যথা দিল। কারণ, কষ্ট দেওয়া হয়তো অনিচ্ছাকৃত হতে পারে, কিন্তু খোঁজ না নেওয়া— সেটা তো ইচ্ছাকৃত! একসময় ভেবেছি, ভুলে গেলে! কিন্তু এখন জানি, তুমি ভুলোনি— শুধু প্রয়োজন মনে করোনি। আর এটাই আসল সত্যি। সম্পর্কের সবচেয়ে নির্মম দিক হলো, যখন তুমি বুঝতে পারো— যাকে নিয়ে তুমি দিন-রাত ভাবো, সে তোমার অস্তিত্ব নিয়েই ভাবে না। তাই আজ থেকে আমিও খবর নেবো না। আর অপেক্ষা করবো না। কারণ, যাদের কাছে আমার অনুভূতির দাম নেই, তাদের জন্য আর অশ্রু ঝরানো অর্থহীন। তবু, যদি কখনো মনে পড়ে, ফিরে তাকিয়ো— হয়তো তখনও আমি আগের জায়গাতেই থাকবো, কিন্তু তখন আর তোমার জন্য অপেক্ষার সময় থাকবে না…

প্রিয় সুহাসিনী, ম'রে গেলে তো ভিন্ন কথা, কিন্তু যত'দিন বেঁচে আছি, বিন্দু পরিমাণ'ও ভালোবাসা কমবে না আপনার প্রতি..!!