M.I.Hridoy
M.I.Hridoy
February 25, 2025 at 06:54 AM
আমি কি আর দেব? আমি তো যা পারি, দিয়েই ফেলেছি। সমস্ত ভালোবাসা, যত্ন, মন খারাপের রাতে সাহস জোগানো কথাগুলো— আমি দিয়েছি। আমার সব প্রার্থনা, তোমার জন্য মঙ্গল কামনা, শুধুই তোমার ভালো চাওয়া— এসব দিয়েও যদি কিছু না হয়, তাহলে আমি কি আর দেব? তুমি যদি একদিন ফিরে তাকাও, দেখবে, আমি কখনো চাইনি কিছু। তোমার হাসির বিনিময়ে কিছুই না, শুধু তোমার ভালো থাকাটাই চেয়েছি। এখনো চাই। তুমি সুখী হও, তোমার দিনগুলো আনন্দে ভরে উঠুক, তোমার আকাশে কোনো অশান্তির কালো মেঘ না থাকুক। আমি দূর থেকে শুধু এতটুকুই বলবো— "তোমার শুধুই ভালো হোক।"

Comments