
Light Upon Light
February 18, 2025 at 12:57 AM
আনাস ইবন মালিক(রা) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ফাতিমাহ(রা)-কে বললেন: "আমি তোমাকে যে উপদেশ দিচ্ছি তা শোনা থেকে তোমাকে কী বিরত রাখে? তুমি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি বলবে। [সিলসিলা সহীহা, হা/২২৭]
*দোয়া:*
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ.
*উচ্চারণ:* ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীছু, আসলিহ লী শা'নী কুল্লাহু, ওয়া লা তাকিলনী ইলা নাফসী তারফাতা 'আইন।
*অর্থ:* হে চিরঞ্জীব, হে স্বয়ংসম্পূর্ণ ও সকলকে ধারণকারী, তোমার রহমতের মাধ্যমে আমি সাহায্য প্রার্থনা করি। আমার সকল কাজ সংশোধন করুন এবং আমাকে আমার নিজের উপর চোখের পলকের জন্যও ছেড়ে দেবেন না।
কত্ত সুন্দর দোয়া!
দোয়াটির বাক্যগুলো নিয়ে একবার ভাবুন তো!
যেমন আপনি বলছেন, "আসলিহ লি শা'নি কুল্লাহু" (আমার সকল কাজ সংশোধন করুন), অর্থাৎ: আমার পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু, কাজ, পড়াশোনা, আমার আত্মা, হৃদয় ও স্বাস্থ্য... আমার সাথে সম্পর্কিত সবকিছুতেই আমাকে সঠিক পথে পরিচালিত করুন, হে প্রভু, আমার সকল কিছুই আপনি সংশোধন করে দিন।
বিশেষ করে দোয়ার শেষাংশটুকু আবার পড়ুন, আবার ভাবুন! [ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা 'আইনী]। (আমাকে আমার নিজের উপর চোখের পলকের জন্যও ছেড়ে দেবেন না), অর্থাৎ: আমাকে আমার দুর্বলতা ও অসহায়ত্বের উপর এক মুহূর্তের জন্যও ছেড়ে দেবেন না; বরং সর্বদা আমাকে কল্যাণ দান করুন এবং আপনার শক্তি ও ক্ষমতা দ্বারা আমাকে সাহায্য করুন, কারণ যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হবেন, এবং যে আল্লাহর সাহায্য চায়, তিনি তাকে সাহায্য করবেন। বান্দা এক চোখের পলকের জন্যও আল্লাহ ছাড়া থাকতে পারে না।
❤️
1