সরল পথের সন্ধানে
                                
                            
                            
                    
                                
                                
                                February 10, 2025 at 04:17 AM
                               
                            
                        
                            *টিকটক-একটি দাজ্জালি ফিতনা!!
* 
মহানবী (সা.) বলেছেন, 
"শেষ জামানায় নারীরাই সবচেয়ে বেশি দাজ্জালের অনুসারী হবে। এমনকি তাদের পিতা ও ভাইরাও তাদের দাজ্জালের অনুসরণ থেকে বিরত রাখতে পারবে না যদিও তারা দড়ি দিয়ে বাঁধা থাকে।"
(কানযুল উম্মাল, ৭ম খণ্ড, হাদীস নং ২১১৬ ও ২১১৪, মু’জামে তাবরানিঃ ২৪/১৬৯- মাকতাবায়ে শামেলা)
দাজ্জাল এখনো আসেনি, কিন্তু দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। আমি Tik Tok নামক এই সামাজিক অ্যাপটিকে দাজ্জালের ফিতনার সাথে তুলনা করেছি কারণ এটি আমাদের মা-বোনদের ঘরে রেখে নর্তকীতে পরিণত করছে! আর আমাদের *মা-বোনেরা* এই ফাঁদে পা দিয়ে অজান্তেই দাজ্জালের অনুসরণ করছে, দাজ্জালের আগমনের পথ সুগম করছে। কেননা দাজ্জাল এমন এক পৃথিবীতে আসবে যখন চারিদিকে অশ্লীলতা মহামারী, মা-বোনেরা পর্দা থেকে বেরিয়ে আসবে।
প্রিয় বোন! আপনি কি জানেন কতজন পুরুষ আপনার আপলোড করা ভিডিওর দিকে তাকায়? আপনি কি জানেন কতজন পুরুষ আপনাকে তাদের চোখ দিয়ে ধর্ষণ করে? আমি তাদের মনে করিয়ে দিতে চাই যারা সস্তা সেলিব্রিটি হওয়ার আশায় নাচের ভিডিও আপলোড করে, আপনি মারা গেলেও আপনার ভিডিও ইন্টারনেটে বেঁচে থাকবে। তাহলে এই ভিডিও যত মানুষ দেখবে কবরে আপনার আযাব তত বাড়বে!
তাই এখন ভাবুন, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আপনার সামনে হাজির হবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে।
© সংগৃহীত
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        1