সরল পথের সন্ধানে
                                
                            
                            
                    
                                
                                
                                February 19, 2025 at 04:00 AM
                               
                            
                        
                            *অভ্যাস যেন আমাদের সর্বক্ষণ ডেকে ডেকে বলে---* 
আমি তোমার সার্বক্ষণিক বন্ধু, তোমার মালিকানার সকলকিছু থেকে আমি আরও দামি, অথবা তুমি যা বহন করো, তার সবকিছু থেকে আমি অধিক ভারী। আমি অবশ্যই তোমাকে সফলতার দিকে ধাবিত করব অথবা আমিই তোমাকে টেনে নিয়ে যাব ব্যর্থতার দিকে। আমি তোমার ইশারার অধীন, আমি তোমার খেদমতে হাজির। তুমি যা-কিছু করো, সবকিছুর দায় আমার দিকে ফিরে আসে। আমাকে নিয়ন্ত্রণ করা সহজ। তুমি শুধু আমার সঙ্গে কঠোর হও। দৃঢ়তার সঙ্গে আমাকে শুধু দেখিয়ে দাও তুমি কোন কাজে কীভাবে আগ্রহী, তাহলে আমি নিজেই স্বতঃস্ফূর্তভাবে সেটা করতে সক্ষম হয়ে যাব। জেনে রেখো, আমি একই সময়ে সকলেরই সেবক, মহানদের এবং ব্যর্থদেরও।
এই যে সম্মানিত ব্যক্তিবর্গ, আমিই তাদের সম্মান তৈরি করেছি। আর ওই যে ব্যর্থ ব্যক্তিগণ, আমিই তাদের ব্যর্থ করেছি। আমি যদিও কোনো বস্তুগত উপকরণ নই, তবুও আমি খুব যথাযথভাবে কাজ করি। তুমি আমাকে সফলতার জন্য ব্যবহার করতে পারো। আবার একই সময়ে তুমি আমাকে ব্যবহার করতে পারো তোমার ধ্বংসের জন্য, কোনো পার্থক্য নেই। অতএব, আমাকে গ্রহণ করো, আমাকে প্রশিক্ষিত করো আর আমার সঙ্গে হও কঠোর, তাহলে পুরো বিশ্ব আমি তোমার প্রতি আকর্ষিত করে তুলব এবং বিশ্বকে তোমার হাতের মুঠোয় এনে রাখব। আর যদি আমার সঙ্গে শিথিল হও. অচিরেই আমি তোমাকে ধ্বংস করব। তাহলে এবার বলো, আমি কে? আমি অভ্যাস। (ম্যাক অ্যান্ডারসন এবং জন জে. মারফি)
এটা হলো নিজের সম্পর্কে অভ্যাসের বক্তব্য। সে আপনাকে জানাচ্ছে এবং নিজের পরিচয় দিচ্ছে যে, সে আপনার সফলতা ও ব্যর্থতার কারণ, আপনার সার্থকতা ও হতাশার কারণ। আপনার জাগরণ ও মর্যাদা নির্মাণে সেই হলো সবচেয়ে বড় কর্মী। আবার সেই হলো আপনার পিছিয়ে পড়া এবং দমে যাওয়ার মূল রহস্য। সুতরাং আপনি তার থেকে এমন কিছু গ্রহণ করুন, যার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হবে। তার মাধ্যমে এমন কিছু লিখুন, যা আপনাকে উজ্জ্বল জীবনের দিকে ঠেলে দেবে। আর আপনার মতো ব্যক্তিই পারে ভালো-মন্দের যথাযথ পার্থক্য নির্ণয় করতে!
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        1