
সরল পথের সন্ধানে
February 28, 2025 at 09:37 AM
বাচ্চার বাবার সাথে কখনো ঝ'গড়া হলে একলা একলাই বসে চিন্তা করতে থাকি যে, 'একে ছেড়ে চলে যাব।
একলা একলা বিন্দাস জিন্দেগি কাটাবো। আর জীবনেও বিয়ে করব না। সে আরেকটা বিয়ে করবে। এরপর দেখবে ওই বউ তাকে আমার মতন কদর করে না। তখন বুঝবে মজা।
এরপর একদিন হঠাৎ আমাদের রাস্তায় দেখা হবে। তখন উনাকে দেখে আমার মনটা ছ্যা'ত করে উঠবে। সেও আমাকে দেখে আবেগাপ্লুত হবে। কিন্তু সেটা বুঝাবে না। আরেকজনকে সাথে নিয়ে হেটে চলে যাবে। আর আমি একলা দাঁড়িয়ে তাদের পথের দিকে তাকাই থাকব।'
এট্টুক চিন্তা করে আবারো আমি ভ্যা ভ্যা করতে থাকি। আর ওইদিকে তাকায়ে দেখি বেটা কি সুন্দর মোবাইল টি'পে আর ফানি ভিডিও দেখে হাসতেছে।
মানে সে এতক্ষন আমার সাথে যে ঝ'গড়া করছে এগুলো তার কাছে টুয়াপাতি খেলা ছিল। আর এদিকে আমি চিন্তা করে করে হুদাই চোখের পানি ন'ষ্ট করতেসি! 😑
✍️SH Tamima