
সরল পথের সন্ধানে
March 1, 2025 at 02:35 AM
রামাদানের আগমুহূর্তের প্রস্তুতি
রামাদানের আর মাত্র ১ দিন বাকি। প্রস্তুতির ক্ষেত্রে দারুণ কিছু পরামর্শ দিই আপনাদের।
১. অতীতের সব গুনাহ থেকে ইস্তিগফার ও তাওবা করে নেব।
২. শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে নেব। নখ, অবাঞ্ছিত পশম ও লোম প্রভৃতি পরিষ্কার করে ফেলব।
৩. প্রতিজ্ঞাবদ্ধ হব যে, রমজানে অন্তত কোনো কবিরা গুনাহ করব না। অবশ্য এর জন্য সোশ্যাল মিডিয়ায় আসা একেবারেই কমিয়ে দিতে হবে।
৪. ফেসবুক-ইউটিউব ব্যবহার খুবই সীমিত করে ফেলার নিয়ত করব।
৫. প্রতিজ্ঞা করব, এই মাসে ফরজ নামাজগুলো জামাতেই আদায় করব। এক ওয়াক্ত নামাজও একাকী পড়ব না।
মহিলারা আওয়াল ওয়াক্তে পড়বো ইনশাআল্লাহ।
৬. রমজান মাসে নিয়মিত মিসওয়াক করার নিয়ত করব। যেহেতু দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা যাবে না, তাই এর পরিবর্তে মিসওয়াক যেন মিস না হয়।
৭. নিয়ত করব, দৈনিক অন্তত এক ঘন্টা যেন কুরআন তিলাওয়াত করা হয়। কখনো মিস দেবো না।
৮. দৃঢ় প্রতিজ্ঞা করব যে, এই মাসে এক মুহূর্ত সময়ও নষ্ট করব না। অবসর থাকলে যিকির, ইস্তিগফার ও দরুদ যেন মুখে লেগে থাকে সর্বদা।
আমলের নিয়তে ইনশাআল্লাহ বলতে ভুলবেন না।