𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
February 14, 2025 at 01:02 PM
মাগরীবের নামাযে খেয়াল করলাম, মসজিদ কানায় কানায় পূর্ণ। বারান্দা, সিড়ি সহ মসজিদের সকল ফাঁকা জায়গায় মুসল্লি। 'সারা বছর খবর নাই, আসছে শবে বরাতে মসজিদে' এমন কথা বলে আল্লাহর এই বান্দাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবেন না। #কটু কথা বলে তাদেরকে মসজিদ থেকে দূরে সরিয়ে দেবার অধিকার আপনাকে দেয়া হয় নি। #মসজিদে যারা আসেন, তারা আল্লাহর মেহমান। আল্লাহর এই মেহমানদেরকে বুঝান। তারা যেন নিয়মিত মসজিদে আসেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব ও উপকারিতা বুঝিয়ে দিন। #এক্ষেত্রে সম্মানিত ইমাম সাহেবগনকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। আল্লাহ তায়ালা তাওফিক দিন। আমিন। #আমলি_টিপস
❤️ 5

Comments