𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎 WhatsApp Channel

𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎

613 subscribers

About 𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ.

Similar Channels

Swipe to see more

Posts

𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 1:34:10 AM

গুনাহ ছোট না বড় এটা দেখ না; বরং লক্ষ কর তুমি কার নাফরমানী করছ? -হেলাল ইবনে সাদ রহ. [পরকালের সম্বল : ১০]

❤️ 👍 😢 3
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 12:39:57 AM

“ঈদুল আজহার সুন্নতসমূহ” ১. গোসল করা; ২. সুগন্ধি ব্যবহার করা; ৩. উত্তম পোষাক পরা; ৪. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা; ৫. কুরবানীর গোশত দ্বারা দিনের খাবার শুরু করা; ৬. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া; ৭. ঈদের সালাত আদায় করা ও খুতবা শোনা; ৮. ঈদুল আযহার সালাত শেষে কুরবানী করা; ৯. পরস্পরে সাক্ষাতে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে শুভেচ্ছা বিনিময় করা। রেফারেন্স:- ১. ইবনু মাজাহ- ১৩১৫, ২. মুসলিম - ১১১৭, ৩. বুখারী- ১১০৬, ৪. বুখারী - ৯৪৩, ৫. ইবনু হিব্বান- ২৮১৪, ৬. মুসান্নাব ইবনু আবী সায়বা- ৫৬৬৭, ৭. বুখারী - ২০১৮, ৮. বুখারী - ২৫৬, ৯. বায়হাকি- ৩/৩১৯ সতর্কতাঃ ঈদের আনন্দের জন্য তাকবিরে তাশরিক যেন মিস না হয়। ৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে। ইচ্ছাকৃতভা‌বে ত‌্যাগ করা কবিরা গুনাহ! অ‌নিচ্ছাকৃতভা‌বে ছু‌টে গে‌লে ইস্তিগফার কর‌বে। এর কো‌নো কাযা নেই।

Post image
❤️ 1
Image
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 10:21:55 AM

অনেকেই শুরুর দিকে বলেছিল, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদের খতিব হওয়া উচিত সুন্দর কণ্ঠস্বর আর লাবন্যময় চেহারা-সূরতওয়ালা সুঠাম দেহের কেউ। কিন্তু তারা ভুলে গেছিল, আসলে খতিব হবার মূল যোগ্যতা এগুলো না, বরং মূল যোগ্যতা হলো, সঠিক বিষয়ে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কথাটা বলতে পারা৷ মাওলানা আবদুল মালেক সাহেব বারবার প্রমাণ করছেন যে, তিনি জাতীয় মসজিদের খতিব হবার যোগ্য ব্যক্তিত্ব। বারাকাল্লাহু ফী হায়াতিহী। এদেশে বহু সুঠাম দেহের মিষ্টি কণ্ঠের বহু বক্তাকে আমরা দেখেছি। স্টেজ মাতানো ও শ্রোতাদের মনোরঞ্জন করা ছাড়া তাদের আর কোন যোগ্যতা নেই। . — আব্দুল্লাহ আল মাসউদ (হাফি.)

❤️ 1
Video
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 8:26:06 AM

🔔 *`Reminder`* > ইমাম ইবনে হাজার আসকালানী (রাহিমাহুল্লাহ) বলেন — > ‘জ্ঞানী লোক নিজের স্ত্রী, বোন ইত্যাদি (মাহরাম) নারীর চেহারা পরপুরুষকে দেখানোর প্রতি নিজের জন্য কঠোর করে নেয়।’ > [ফাতহুল বারী, ১২/২৪৫] _ঈদ উপলক্ষে অনেকে নিজের মাহরামের সাথে ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন এই বিষয়টির ক্ষেত্রে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি।_

🌼 👍 2
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/6/2025, 2:54:50 PM
❤‍🔥 ❤‍🩹 🌹 3
Video
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 8:27:05 AM

শাইখ মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন (রাহিমাহুল্লাহ) বলেন — বিয়েতে হোক বা অন্য সময়ে হোক পুরুষদের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা হারাম। এটি কবীরা গুনাহের শামিল। কেননা এতে নারীদের সাদৃশ্য অবলম্বন করা হয়। [ফাতাওয়া নূরুন আলাদ দারব, ১১/৪১৫-১৬]

👍 1
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 12:02:55 PM

❝সবচাইতে বড় মুসিবত হচ্ছে জাহান্নামের আগুনের মুসিবত। একে কেবল এককভাবে আল্লাহর মুহাব্বত ও তাঁর রাসূলের ﷺ অনুসরণের মাধ্যমেই প্রতিহত করা যায়❞। ~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.] [ তরিকুল হিজরাতাইন: ২/৭০০]

😢 1
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/7/2025, 12:00:30 PM

গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানী দিলে আপনার কুরবানীই হবেনা। তাই নিয়্যাত পরিশুদ্ধ করে নিন। - ড আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)।

👍 2
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/6/2025, 4:57:34 PM
😂 5
Video
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
6/6/2025, 2:52:24 PM

ঈদ মোবারক 🌙 ঈদের দিন সাহাবায়ে একরাম যখন একে অপরের সাথে সাক্ষাত করতেন তখন বলতেন: تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।” অনুবাদ: আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন। [বায়হাকী ২/৩১৯] “ঈদে আনন্দ প্রকাশ করা দ্বীনের শিআর।” (ফতহুল বারী ২/৪৪৩)।

🤝 1
Link copied to clipboard!