𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
February 14, 2025 at 04:37 PM
জান্নাতবাসীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে আসা হবে, তখন দরজায় পৌঁছে তারা একটি গাছ দেখতে পাবে।  সে গাছের গুঁড়িতে থাকবে দুটি ঝরনা। তারা একটি থেকে পান করবে, সাথে সাথে তাদের অন্তর থেকে যাবতীয় বিদ্বেষ দূর হয়ে যাবে। এটিই হলো ’শরাবে তহুর’ (পবিত্র পানীয়)। তারা অন্যটিতে স্নান করবে আর তাদের শরীরে ’নাদ্বরাতুন নাঈম’ (সুখের লাবণ্য) প্রকাশ পাবে। এরপর আর কখনো তারা উসকো-খুসকো এবং অপরিচ্ছন্ন হবে না। . - সুদ্দী (রাহিমাহুল্লাহ) [তাফসীরুত ত্বাবারী: ১০/১৯৯] إن أهل الجنة إذا سيقوا إلى الجنة فبلغوا، وجدوا عند بابها شجرة في أصل ساقها عينان، فشربوا من إحداهما، فينزع ما في صدورهم من غل، فهو الشراب الطهور، واغتسلوا من الأخرى، فجرت عليهم نضرة النعيم، فلم يشعثوا ولم يتسخوا بعدها أبدا.
🤗 1

Comments