
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
February 19, 2025 at 03:19 PM
মসজিদে হারামের চত্তরে দেখা হয়ে গেল ছাত্র ভাইয়ের সাথে। পাগড়ি দেখেই বুঝেছিলাম তিনি আ’ফগ|নি হবেন৷ যখন দেখলাম ভাঙ্গা ভাঙ্গা আরবীতে কথা বলতে পারেন তখন গল্প জুড়ে দিলাম।
অনেক কথা হলো। ইম|রতের অবস্থা নিয়ে অনেক কিছু জানলাম। তিনি নিজেও আমেরিকার বিরুদ্ধে সম্মুখ সমরে ছিলেন৷ কান্দাহারের বাসিন্দা। সেখানেই এখন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে একটা অফিসের কর্মকর্তা। তার একটা মাদরাসাও আছে৷ সবাই তাদেরকে দেখলাম সম্মান করে। তাদের সাথে ছবি তোলে।
আমি বললাম, এটা আপনাদের সম্মান। তিনি থামিয়ে দিয়ে বললেন, 'এটা আসলে আমাদের সম্মান নয়, বরং জি’হ|দের সম্মান। আমরা জি’হ|দকে আঁকড়ে ধরেছি বিধায় এই সম্মান অর্জন করেছি।' বাংলাদেশীদের খুব প্রশংসা করলেন।
© Abdullah Al Masud
❤️
2