
Bangla Calendar & পঞ্জিকা
May 19, 2025 at 02:40 PM
*আমরা ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করি কেন?*
প্রাচীন আর্যসমাজে ধান ছিল ধনের প্রতীক। অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। দূর্বা সহজে মরে না, প্রচণ্ড রোদ বা বর্ষায় পঁচে গেলেও আবার দূর্বা বেঁচে ওঠে। আর এই কারনে দূর্বার আরেক নাম অমর। ধান-দূর্বা মস্তকে দেয়া অর্থ সম্পদশালী হও ও দীর্ঘায়ু লাভ কর। কিন্তু যিনি আশীর্বাদ করবেন তিনি এই প্রতীকের মর্ম না বুঝলে এই আশীর্বাদ আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়।
_আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেল এ ফলো না করে থাকেন তাহলে উপরে ফলো বাটনে ক্লিক করে দিন_

👍
❤️
🙏
😮
😂
😢
324