
Al-Huda wa An-Noor
May 15, 2025 at 11:13 PM
পৃথিবীতে আমরা যত নেয়ামত লাভ করি, এর মধ্যে নেককার স্ত্রী অন্যতম প্রধান নেয়ামত। স্ত্রী নেককার ও চরিত্রবান হলে পরিবারে জান্নাতি আবেশ বিরাজ করে। অন্যথায় শান্তির পরিবার হয় সাক্ষাত্ জাহান্নাম। তাই তো হাদিসের ভাষায় নেককার স্ত্রীকে উত্তম নেয়ামত এবং মহা সৌভাগ্য বলা হয়। আর বদকার স্ত্রী হলো দুর্ভাগ্যের খোলা দরজা।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ‘আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি।
সৌভাগ্য তিনটি হলো, দ্বীনদার নেককার স্ত্রী, ভালো বাসস্থান, ভালো সওয়ারী বা বাহন। আর দুর্ভাগ্য তিনটি হলো, খারাপ স্ত্রী, খারাপ বাসস্থান ও খারাপ সওয়ারি।
.
[মুসনাদে আহমাদ, হাদিস : ১৪৪]
#biye #family