Al-Huda wa An-Noor
Al-Huda wa An-Noor
May 17, 2025 at 07:20 PM
ইবনুল কাইয়িম রহ. বলেছেন: একটানা তিনদিন কুরআন কারীম তিলাওয়াত না করলে, কুরআন ‘বর্জনকারীর’ তালিকায় নাম উঠে যায়। নবীজি ﷺ কুরআন বর্জনকারীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে গেছেন। তবে সালাতের তিলাওয়াত দিয়ে বাঁচা যায় কি না, আল্লাহ তা‘আলাই ভালো জানেন। তবুও সতর্কতামূলক প্রতিদিন একটা আয়াত হলেও আলাদা করে তিলাওয়াত করে রাখা নিরাপদ। একপৃষ্ঠা তিলাওয়াত করতে কি খুব বেশি সময় লাগে? অন্তত শুনে নিতে? মাবুদ, আপনার নবীর অভিযোগে অভিযুক্তদের তালিকায় নাম ওঠা থেকে রক্ষা করুন। ~শায়েখ আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ বই : আই লাভ কুরআন’
❤️ 6

Comments