Al-Huda wa An-Noor
Al-Huda wa An-Noor
June 10, 2025 at 06:40 AM
সুন্দর চরিত্র ও সুন্দর মনের অধিকারী মেয়েকে বিয়ে করবে। যে জীবনের সুখে-দুঃখে, প্রতিটি মুহূর্তে তোমার সাথে পথ চলবে। তোমাকে কল্যাণের পথে আহ্বান করবে, সিরাতে মুসতাকিমের ওপর অটল থাকতে উৎসাহ জোগাবে। তোমার অভাব-অনটনের সময় তোমাকে ছেড়ে চলে যাবে না। যত বিপদ-বিপর্যয় আসুক, তোমার পাশে থেকে তোমাকে সাহস জোগাবে। বেঁচে থাকার প্রেরণা দেবে। মুয়াজ্জিনের ডাক ভেসে আসলে তোমাকে সতর্ক করে দেবে; যেন তোমার 'তাকবিরে উলা' ছুটে না যায়। যে তোমাকে অনর্থক কাজে রাত অতিবাহিত করতে নিষেধ করবে; যাতে ফজরের সালাতের জন্য তোমার উঠতে কষ্ট না হয়। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে, ওঠাবসা করতে উৎসাহিত করবে। কুরআন ও উপকারী বইপুস্তক পড়তে উদ্বুদ্ধ করবে। বাড়িতে ও গাড়িতে হকপন্থী আলিমদের ওয়াজ-লেকচার শুনতে বলবে। মাঝেমধ্যে প্রেমমাখা কণ্ঠে জিজ্ঞাসা করবে, 'কুরআনের কয়টি সুরা আপনার মুখস্থ হয়েছে?' . সংগৃহীত #biye
❤️ 4

Comments