হোক কলরব Hok Kolorob
June 2, 2025 at 03:56 PM
মেডিকেল কলেজ কলকাতার নির্বাচনের ফলাফল- মোট ভোট পড়েছে 77.8% চারটি বর্ষের 20 সিটের ফলাফল- Medical College Democratic Students' Association (MCDSA) - 17 All India Democratic Students Organisation(AIDSO) - 1 আর 2 টি সিট পেয়েছে Individual Candidates রা। যেটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হতে পেরেছে মেডিকেল কলেজ কলকাতায়। আজ যারা জিতেছে তারা জিতেছে; যারা হেরেছে তারাও জিতেছে; যারা ভোট দিয়েছে, জিতেছে তারাও। তারা সবাই একসাথে জিতে গেছে এই জায়গা থেকে যে সিলেকশনের নামে থ্রেট কালচার আর অগণতন্ত্রের জোয়াল ভেঙে একসাথে মিলে এরকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করে তুলতে পেরেছে একসাথে। অদূর ভবিষ্যতে এই জয় ছড়িয়ে পড়ুক বাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে।
❤️ 👍 🙏 🌹 👏 💯 😂 🫡 103

Comments