হোক কলরব Hok Kolorob
June 5, 2025 at 04:09 PM
যেমনটা আমরা জানিয়েছিলাম, দুইজন জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশ-কালীন বেঞ্চে প্রতিহিংসা মূলক পোস্টিং পরিবর্তনের অভিযোগে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে পিটিশন ফাইল করা হয়েছিল। আজ সেই মামলা শুনানির জন্যে লিস্টেড হয়েছিল কিন্তু আজ সময়ের অভাবে শুনানি সম্ভব হয়নি। গ্রীষ্মাবকাশ শেষে কোর্ট খুললে শুনানি সংক্রান্ত পরবর্তী আপডেট আমরা জানাতে পারব এবং আপনাদের জানাতে পারব।
এই আইনি লড়াই ‘নিয়ম বহির্ভূত ভাবে পোস্টিং পরিবর্তন’ এবং ‘প্রতিহিংসা মূলক সরকারি স্বেচ্ছাচারের’ বিরুদ্ধে। পেইড আইটি সেল এবং মিডিয়া-এর মাধ্যমে যতই ‘গ্রামে যেতে চায় না তাই মামলা করছে’ এই মিথ্যে অপপ্রচার চালানোর চেষ্টা হোক, ন্যায়ের দাবিতে আমাদের বার্তাটি
স্পষ্ট ভাবে সমাজের মধ্যে রাখার জন্য, নৈতিকতা ও দায়বদ্ধতা প্রমাণের তাগিদে ইতিমধ্যে দুই জুনিয়র ডাক্তার পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ডিউটি জয়েন করেছেন।
তৃতীয়জন এখনো ডিউটিতে যোগদান করেননি। প্রতিবাদী কন্ঠস্বরকে রোধ করার জন্য মেধাভিত্তিক কাউন্সেলিংকে উপেক্ষা করে প্রাপ্য পোস্টিং এর বদল করা হয়েছে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে এবং এর মাধ্যমে থ্রেট কালচারকে সরকারি মদতে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে অনমনীয় লড়াই এর বার্তা দেওয়ার জন্যই তিনি নতুন পাওয়া পোস্টিংয়ে যোগদান করেননি এবং গ্রীষ্মাবকাশ শেষে রেগুলার বেঞ্চে আইনি লড়াই এর প্রস্তুতি নিচ্ছেন। এখানে জানিয়ে দেওয়া প্রয়োজন, যেহেতু কাজে জয়েন করছেননা তাঁর বেতনের কোনো প্রশ্নও নেই। ‘বেতন নিচ্ছেন কাজ কেন করবেন না?’ যারা বলছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে ছড়াচ্ছেন।
এর মধ্যেই গতকাল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের ডাকে ( RGK-RDA এবং Students' Body) এই প্রতিহিংসা মূলক, নিয়ম বহির্ভূত পোস্টিং পরিবর্তন-এর প্রতিবাদে জমায়েত ও মিছিল কর্মসূচি আয়োজিত হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বহু শুভবুদ্ধিসম্পন্ন গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ অংশগ্রহণ করলেন।রইল সেই কর্মসূচির কিছু টুকরো ছবি।
Facebook: https://www.facebook.com/share/p/16PBygE4Rw/?mibextid=wwXIfr
Instagram: https://www.instagram.com/p/DKhXCS0yi6N/?igsh=MTlnNDZmYXBmcG5lZQ==
❤️
👍
✊
🙏
😢
❤
👏
🔥
🫂
56