হোক কলরব Hok Kolorob
June 8, 2025 at 03:49 PM
আজ, ৮ই জুন WBJDF-এর উদ্যোগে “সংহতি স্কুল” ও “বাংলার নাগরিক”-এর সহযোগিতায় গড়িয়াহাট ব্রিজের নিচে আয়োজিত হল অভয়া ক্লিনিক। স্থানীয় ফুটপাথবাসী, বস্তিবাসী সহ সাধারণ মানুষের কাছে কর্তব্য ও সাহায্যের হাত বাড়িয়ে অভয়ার বিচারের শপথ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম স্বাস্থ্য শিবির ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে।
আগামীকাল, ৯ই জুন, সোমবার অভয়ার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনার এবং তারপর থেকে এখনও অবধি ঘটে চলা অবিচারের দশ মাস অতিক্রান্ত হবে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ও সুবিচারের দাবি নিয়ে আগামীকাল আর জি কর মেডিকেল কলেজে “ক্রাই অফ দি আওয়ার” মূর্তি প্রাঙ্গণে, সন্ধ্যে সাতটায় জমায়েতের ডাক দিচ্ছি, আপনাদের সকলকে যোগদানের আহ্বান জানাই।

❤️
👍
🙏
❤
✊
🫂
🫡
59