হোক কলরব Hok Kolorob
June 8, 2025 at 03:49 PM
আজ, ৮ই জুন WBJDF-এর উদ্যোগে “সংহতি স্কুল” ও “বাংলার নাগরিক”-এর সহযোগিতায় গড়িয়াহাট ব্রিজের নিচে আয়োজিত হল অভয়া ক্লিনিক। স্থানীয় ফুটপাথবাসী, বস্তিবাসী সহ সাধারণ মানুষের কাছে কর্তব্য ও সাহায্যের হাত বাড়িয়ে অভয়ার বিচারের শপথ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম স্বাস্থ্য শিবির ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে। আগামীকাল, ৯ই জুন, সোমবার অভয়ার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনার এবং তারপর থেকে এখনও অবধি ঘটে চলা অবিচারের দশ মাস অতিক্রান্ত হবে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ও সুবিচারের দাবি নিয়ে আগামীকাল আর জি কর মেডিকেল কলেজে “ক্রাই অফ দি আওয়ার” মূর্তি প্রাঙ্গণে, সন্ধ্যে সাতটায় জমায়েতের ডাক দিচ্ছি, আপনাদের সকলকে যোগদানের আহ্বান জানাই।
Image from হোক কলরব Hok Kolorob: আজ, ৮ই জুন WBJDF-এর উদ্যোগে “সংহতি স্কুল” ও “বাংলার নাগরিক”-এর সহযোগিত...
❤️ 👍 🙏 🫂 🫡 59

Comments