ED-Engineer's Diary
ED-Engineer's Diary
June 10, 2025 at 09:47 AM
জীবনের একটা বড় সময় আমি অজ্ঞেয়বাদী ছিলাম।অজ্ঞেয়বাদীতা আর নাস্তিকতার মাঝে পার্থক্য আছে। যাই হোক কিছু স্পেসিফিক ঘটনার কারণে আমি অজ্ঞেয়বাদী হয়ে যাই। ভার্সিটির খুব ক্লোজ সার্কেলে আমাকে "ছায়া নাস্তিক" ডাকা হতো। তো সেই অবস্থার পরিবর্তন আসছে। প্র‍্যাক্টিসিং মুসলিম না হইলেও আমি আস্তিক। ওই সময় ধর্মের বিভিন্ন ইলিমেন্ট নিয়ে আমাকে প্রচুর ঘাটতে হইছে। কম্প্যারেটিভ রিলিজিউন নিয়ে পড়াশুনা করতে হইছে। আমার ধর্ম বিশ্বাস তাই অবশ্যই অন্য অনেকের চেয়ে আলাদা। কিন্ত আমারটা সঠিক এটা আমি কখনোই ক্লেইম করবো না। __________ শাকিল চিত্রকর নামে একজন মানুষ সুইসাইড করেছেন। এক বছর আগের এক কমেন্টের উপর ভিত্তি করে তাকে হুমকি-ধামকি দেওয়া হয়েছিলো। একবছর আগের ওই কমেন্টটা অটো কারেকশনের কারণে মাহমুদ এর জায়গায় মুহাম্মদ হয়ে গিয়েছিলো বলে সে দাবি করে আসছিলো। তার ফেসবুক প্রফাইলে দেখলাম সে প্রতিনিয়ত মাফ চাচ্ছে। সাহায্য চাচ্ছে। ভুল স্বীকার ও করে নিচ্ছে এক পর্যায়ে। এক পর্যায়ে সে জানাচ্ছে সে তওবা করেছে। সে রিকুয়েস্ট করতেছে তাকে শেষ একটা সুযোগ দেবার জন্য। কিন্ত তাকে সেই সুযোগ দেওয়া হয় নাই। তার বাড়িতে থ্রেট দেওয়া হইছে। তাকে ফেসবুকে থ্রেট দেওয়া হইছে। আজকে সকালে তাকে এবং তার পরিবারকে এলাকা ছাড়া করার কথা ছিলো। সুইসাইড করার আগে শাকিল চিত্রকর এক পোস্টে দাবি করে গেছেন: আমার আল্লাহ জানে আর আমি জানি যে আমি নাস্তিক না। __________ শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় মজলুমদের মাঝে একটা গ্রুপ ছিলো রাইট এবং ফার রাইটরা। আমি শুরু থেকে শাপলা চত্তর ম্যাসাকারের বিরুদ্ধে ছিলাম। কারণ দ্যাট ওয়াজ দ্যা রাইট থিং টু ডু। ডানপন্থীদের সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্ত সেটা কাউকে হত্যা করার লাইসেন্স দেয় না। কিন্ত হাসিনার পর ডানপন্থীরা যা শুরু করেছেন... তার ফলে অনেকেই তাদের প্রতি সিম্প্যাথি হারাবেন। ________ বাংলাদেশের রাইট এবং ফার রাইট গোষ্ঠী আবার ও ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত হচ্ছে ইউনূসের সরকার দ্বারা। নাগরিক পার্টি দ্বারা। আচমকা ওয়াজ মাহফিল ব্যবহৃত হচ্ছে ইউনূসের মার্কেটিং এর জন্য। ওয়াজের বক্তারা দাবি করছেন ইউনূসকে আল্লাহতালা নবী-রাসুলের সিলেকশন প্রসিডিউর এর মাঝ দিয়ে প্রেরণ করেছেন। ইউনূসের জন্য ফেরেশতারা কাজ করছে। মসজিদে নববীতে শুয়ে ফেরেশতারা ইউনূসকে স্বপ্ন দেখছেন। এর বিনিময়ে ফার রাইটরা মব সৃষ্টি করছে। থানা ঘেরাও করে নারী নিপীড়নকারীদের ছাড়িয়ে নিয়ে আসছে। আমাদের হুজুরদের একটা অংশ পর্যটকদের পিটুনি দিচ্ছেন। হুমকি ধামকি দিচ্ছেন। সিনেমা হল বন্ধ করে দেবার হুমকি দিচ্ছেন। মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছেন। এর মাধ্যমে তারা ভবিষ্যতে তাদের দিকে যে নিপীড়ন ধেয়ে আসছে...সেটার পক্ষে সম্মতি উৎপাদন করছেন। পরের শাপলা চত্তরেও তাদের পক্ষে তারা আর্বান মিডেল ক্লাসকে পাবেন না। ঠিক আগের শাপলা চত্তরে যেমন পাননি। তবে সেরকম কিছু হলে আর কেউ না থাকলেও আমি রাইট এবং ফার রাইটদের পক্ষে থাকবো। এখন যেমন লেফট এবং ফার লেফট দের হত্যাযোগ্য করে তোলার বিপক্ষে আছি। কজ...দ্যাট ওয়াজ দ্যা রাইট থিং টু ডু। _________ আর্বান মিডেল ক্লাসের মোহ খুব দ্রুত ভাংতে শুরু করেছে। কিন্ত এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে ইউনূস আসলেও দুই-তিন বছর ক্ষমতায় থাকুক। রাইট এবং ফার রাইট উইং শক্তিশালী হোক। বাংলাদেশের উগ্র বাম/সেক্যুলার নামের উগ্র বাংগালি জাতীয়তাবাদী গোষ্ঠীর শাসন মানুষ দেখেছে। এবার উগ্র ডানের শাসন ও দেখুক। ইউনূস ফেটিশ আরো কিছু দিন চলুক। একটু খেয়াল করলেই আর্বান মিডেল ক্লাস দেখবে তারেক রহমান এর সাথে মিটিং এর আগেই গতকাল থেকে কনক সারোয়ার, ইলিয়াস সহ অন্যরা ইউনূস এর সমলোচনা শুরু করেছে। এটা হচ্ছে ইউনূসের জন্য এক ধরণের সতর্কবার্তা। তারেক রহমান এবং ইউনূসের বোঝাপড়া হয়ে গেলে... এই সমলোচনা আরো তীব্র হবে। মুসলিমদের মাসীহা ইউনূস আচমকা সুদখোর হয়ে যাবেন। এটাই রাজনীতি। আমাকে দলান্ধ বলে গালি দিতে পারেন। কিন্ত আপনাদের চোখ তো খোলা। আপনারা দেখুন। আমি দলান্ধ। কিন্ত আপনারা তো অন্ধ না। _________ এই পোস্ট যখন শেষ করছি....তখন ও মনের মাঝে একটা তীব্র আকুতি কাজ করছে। কেউ বলুক : শাকিল চিত্রকর সুইসাইড করেনি। পোস্ট দেবার পর তার আসেপাশের মানুষ তাকে উদ্ধার করেছে। পোস্ট শেষ করার আগে আবার মনে করিয়ে দেই: মানুষটা বার বার মাফ চাচ্ছিলো। সাহায্য চাচ্ছিলো। তার শেষ পোস্ট ছিলো : আমার আল্লাহ আর আমি জানি যে আমি নাস্তিক না। নাস্তিক হলেও তাকে মারার কোন অধিকার আপনার/আপনাদের নাই। কিন্ত মৃত্যুর আগে সে কেন মিথ্যা বলবে? তার পাবার আর কি আছে? ________ এটা আত্মহত্যা না। হত্যাকান্ড। আল্লাহ অবশ্যই এই হত্যাকান্ডের বিচার করবেন। - M Hassan

Comments