ED-Engineer's Diary
ED-Engineer's Diary
June 10, 2025 at 07:42 PM
মেইন পয়েন্ট: ১।মিজোরাম দিয়ে মার্সেনারিরা অবাধে মায়ানমারের ভিতরে প্রবেশ করছে। এবং বিদ্রোহী গ্রুপ গুলোকে ট্রেনিং দিচ্ছে। ২। একটা পশ্চিমা মেডিক্যাল অর্গানাইজেশন মায়ানমারে আহত বিদ্রোহীদের সেবা দিচ্ছে। ৩। দিল্লী মিজোরামে বিদেশীদের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ৪। মিজোরাম এবং মিয়ানমারের অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির মাঝে উল্লেখযোগ্য মিল আছে। এক্সট্রা: ক) এর আগে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত পশ্চিমা নাগরিক ভারতে আটক হবার খবর পাওয়া গিয়েছিলো।অভিযোগ আছে কুকি চিন ন্যাশনালিস্ট ফ্রন্টের সাথে এদের যোগাযোগ আছে। খ) এর আগে দুই দফায় ৩০০০০+ ইউনিফর্ম উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এগুলো কুকি চিন আর্মির ইউনিফর্ম বলে সন্দেহ করা হয়।।বাংলাদেশে কুকি চীন আর্মি মূলতো বোম জনগোষ্ঠীর লোকদের নিয়ে গঠিত। নারী-পুরুষ এবং শিশু মিলিয়ে যার সদস্য সংখ্যা ১১ হাজারের কাছাকাছি। তবে ভারত এবং মিয়ানমারেও কুকি-চীন আর্মি সক্রিয় আছে। #দ্যা_গ্রেট_গেম #ইতিহাস_ঘটছে

Comments