Fact_Truth9
                                
                            
                            
                    
                                
                                
                                June 11, 2025 at 12:41 PM
                               
                            
                        
                            আগেকার দিনে ছেলেরা ভাবত, তারা ভদ্র, বিনয়ী এবং চরিত্রবান হলে বিয়ের বাজারে তাদের কদর বেশি হবে। কারণ তখন অনেক পরিবার মেয়েকে বিয়ে দেবার জন্য এধরনের পাত্র খুঁজত। লোকে বিশ্বাস করত, একজন সৎ চরিত্রের অধিকারী ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলে তার ভবিষ্যৎ নিরাপদ হবে — সে সুখী হবে৷
আর এখন! যুগের সাথে সাথে উপযুক্ত পাত্রের সংজ্ঞা পাল্টে গেছে। ছেলেরা জানে, একমাত্র পকেটে টাকা থাকলেই বিয়ের বাজারে তার ডিমান্ড বেশি হবে, তা সে বিয়ের আগে প্রেম, পরকিয়া, ব্যভিচার যাই করুক না কেন। বিশেষ করে সে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তো কথাই নেই!
এজন্য আজকাল ছেলেরা ভালো মানুষ হবার বা চরিত্র রক্ষার চেষ্টা করে না। তারা ভালো করেই জানে, বিয়ের আগে তারা লাল পানি খেয়ে ফূর্তি করুক কিংবা গার্লফ্রেন্ড নিয়ে আবাসিক হোটেলে যাক, ক্যারিয়ার ভালো হলে ভালো মেয়ে পাওয়া যায় চোখ বন্ধ করে!
যুগটা এখন সুগার ড্যাডিদের। অল্পবয়সী মেয়েরা শুধুমাত্র টাকার লোভে পয়সাওয়ালা বুড়োদের গলায় যে তরিকায় ঝুলে পড়ছে তা দেখে কমবয়সী বিবাহযোগ্য ছেলেরা আতঙ্কিত এবং ঈর্ষান্বিত। প্রশ্ন জাগে এই মেয়েগুলোর মনোজগতে কি চলে? মুখে যতই তারা "প্রেম বয়স মানে না" জাতীয় স্লোগান আওড়াক, লোকে ভালো করেই বোঝে আসল উদ্দেশ্য বুড়ো হাবড়া পটল তুললে তার সম্পত্তির ওপর জেঁকে বসা। ব্যাংক ব্যালেন্স থাকা অবশ্যই একটা যোগ্যতা, কিন্তু সেটা যখন CV'র সবচাইতে বড় কোয়ালিটি হয়ে দাঁড়ায় তখন বুক ভরা স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ানো খালি পকেটের যুবকগুলোর হাপিত্যেশ ছাড়া আর কিছুই করার থাকে না।