Fact_Truth9
                                
                            
                            
                    
                                
                                
                                June 11, 2025 at 12:48 PM
                               
                            
                        
                            যে যায় লিখুন মূর্খের মতো চাকরিজীবীর কথাটা লিখতেই হবে। কারণ শিক্ষা অধ্যয়ন ছাড়া কোন ভালো জিনিসই আপনি পাবেন না সমাজ আজ উন্নত শিক্ষিত ব্যক্তির কঠিন পরিশ্রম ও ত্যাগের জন্য। আপনি মূর্খ সুখে আছেন শিক্ষিত চাকরিজীবীদের জন্য। তাদের জীবনটাই নষ্ট হয়ে যায় শিক্ষার পেছনে দৌড়তে দৌড়তে।। আপনি 17 বছর বয়সে বিবাহ করে সুখের জীবনটা কাটিয়ে চাকরিজীবী ৩৫ বছর বয়সী ব্যক্তির বিবাহ জীবন কে কটুক্তি করছেন। আসল কথা বসে বসে সব সুখটাই আপনারা ভোগ করতে চান।
।